ভিডিওতে মালাইকা অরোরা সিলভার কালারের শিমর শাড়ি পড়েছেন৷ সঙ্গে স্লিভলেস ব্লাউজ৷ ধুনুচি নাচে বাঙালি অনুরাগও জবরদস্ত৷ আর অনুরাগকে টেক্কা দিতে নিজের উচ্ছ্বল যৌবন মাখা শরীরি বিভঙ্গে একেবারে বোল্ড আউট করে দিলেন বলিউড ডিভা৷ ধুনুচি নাচ দুর্গাপুজোর একটা ট্র্যাডিশানাল অংশ৷ ঐতিহ্যবাহী এই নাচে দু‘জনেই একেবারে কামাল৷ জ্বলন্ত ধুনো তার থেকে উঠছে ধোঁওয়া কিন্তু মালাইকা ও অনুরাগকে দেখে কে৷
advertisement
ভিডিও-র নাচ দেখে শ্যো-তে উপস্থিত সুপ্রিয়া পিলগাঁওকর ও সচিন পিলগাঁওকার উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন৷ ভিডিও একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে৷ এই ডান্স শ্যো-র থিম ছিল লোকনৃত্য ও পূজা৷
এই শ্যোতে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গীতা কাপুর, মালাইকা অরোরা, অনুরাগ বসু বিচারকের ভূমিকায় থাকবেন৷ নৃত্যশিল্পী ও মডেল মালাইকা যেখানেই থাকেন সেখানেই নজর কেড়ে নেন৷ ৪৭ বছরের ডিভা কখনও বয়সকে নিজের সৌন্দর্য্য ও ফিটনেসের মধ্যে আসতে দেননি৷ এই বিশেষ এপিসোডেও ফের একবার সেটাই প্রমাণ করবেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর আগুন ছবিগুলির মতোই এই ডান্স ভিডিওতে তাঁর শরীরি বিভঙ্গ ফের একবার ফ্যানদের মাত করেছেন৷