TRENDING:

‘‘উরি, উরি বাবা’’- স্লিভলেস ব্লাউজ, সরল শাড়ি, অনুরাগ বসুকে ধনুচি নাচে টেক্কা দিতে মরিয়া মালাইকা

Last Updated:

মালাইকারর রূপের আগুন , হাতে ধুনুচি ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি মোটেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ডান্স রিয়েলিটি শ্যো ডান্সার চ্যাপ্টার ৪ (Super Dancer-Chapter 4 ) শুরু হয়ে গেছে৷ এই শ্যো তে শ্যুটিং সেটে ধামাল মাচালেন মালাইকা অরোরা (Malaika Arora )৷ তাঁর জবরদস্ত নাচে সঙ্গী হলেন বলিউডের ফেমাস বাঙালি ডিরেক্টর অনুরাগ বাসু  (Anurag Basu)৷ দু‘জনেই নাচলেন ধুনুচি নাচ৷ সোশ্যাল মিডিয়ায় এর এক ঝলক সামনে আসতেই তা ধামাল মাচিয়েছে৷
advertisement

ভিডিওতে মালাইকা অরোরা সিলভার কালারের শিমর শাড়ি পড়েছেন৷ সঙ্গে স্লিভলেস ব্লাউজ৷ ধুনুচি নাচে বাঙালি অনুরাগও জবরদস্ত৷ আর অনুরাগকে টেক্কা দিতে নিজের উচ্ছ্বল যৌবন মাখা শরীরি বিভঙ্গে একেবারে বোল্ড আউট করে দিলেন বলিউড ডিভা৷ ধুনুচি নাচ দুর্গাপুজোর একটা ট্র্যাডিশানাল অংশ৷ ঐতিহ্যবাহী এই নাচে দু‘জনেই একেবারে কামাল৷ জ্বলন্ত ধুনো তার থেকে উঠছে ধোঁওয়া কিন্তু মালাইকা ও অনুরাগকে দেখে কে৷

advertisement

ভিডিও-র নাচ দেখে শ্যো-তে উপস্থিত সুপ্রিয়া পিলগাঁওকর ও সচিন পিলগাঁওকার উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন৷ ভিডিও একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে৷ এই ডান্স শ্যো-র থিম ছিল লোকনৃত্য ও পূজা৷

Malaika Arora and Anurag Basu dances superbly with dhunuchi- (Photo credits: viralbhayani/instagram)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই শ্যোতে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গীতা কাপুর, মালাইকা অরোরা, অনুরাগ বসু বিচারকের ভূমিকায় থাকবেন৷ নৃত্যশিল্পী ও মডেল মালাইকা যেখানেই থাকেন সেখানেই নজর কেড়ে নেন৷ ৪৭ বছরের ডিভা কখনও বয়সকে নিজের সৌন্দর্য্য ও ফিটনেসের মধ্যে আসতে দেননি৷ এই বিশেষ এপিসোডেও ফের একবার সেটাই প্রমাণ করবেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর আগুন ছবিগুলির মতোই এই ডান্স ভিডিওতে তাঁর শরীরি বিভঙ্গ ফের একবার ফ্যানদের মাত করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘উরি, উরি বাবা’’- স্লিভলেস ব্লাউজ, সরল শাড়ি, অনুরাগ বসুকে ধনুচি নাচে টেক্কা দিতে মরিয়া মালাইকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল