এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার ও ফাঁকা রাস্তায় একটি মানুষের ধরণের কিছু হেঁটে বেড়াচ্ছে৷ ভিডিওটি ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগের৷
একতা কাপুর (Ekta Kapoor) সোশ্যাল মিডিয়ায় (Social Media) দারুণ অ্যাক্টিভ৷ সেখানে অনেক সময়েই নিজের ফটো, ভিডিও পোস্ট করেন তিনি৷ সবে সবেই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেই ভিডিও দেখে শিহরিত হয়ে উঠছেন দর্শকরা৷ ভিডিও দেখে কেউ একে ভিন গ্রহের প্রাণী অর্থাৎ অ্যালিয়েন, কেউ এটাকে ভুত, কেউ একে জম্বি বলছেন৷ একতা নিজেই জানিয়েছেন এই ভিডিও দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে৷
advertisement
একতা এই ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘‘যাঁরা একা শোন তাঁদের জন্য এটা খুবই ভয়ের৷ ’’
ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি আজব ভিডিও এই চর্চার বিষয়৷ যারা এই ভিডিও দেখছেন তারাই এই আতঙ্কের ভিডিও শেয়ার করে দিচ্ছেন৷ একতার পোস্টে কিছু মানুষ লিখেছেন তারা এই ভিডিও দেখে ভয় পেয়ে গেছেন৷
কেউ আবার লিখেছেন এটা স্পেশাল এফেক্ট৷ কেউ আবার বলেছেন এটা কারোর বদমাইশি৷ এর আগে তিনি নিজের ইনস্টাগ্রামে ৩০ মে ২০১১ শুরু হওয়া ১০ বছর আগের ভিডিও পোস্ট হচ্ছে৷