TRENDING:

পাক ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম বলি অভিনেত্রীর? রাখঢাক না রেখে জবাব জারিন খানের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই :  বলিউড অভিনেত্রীদের সঙ্গে বাইশ গজের যোগ চিরকালীন ৷ তারসঙ্গে যদি আবার ভারত-পাকিস্তান সীমান্তের টুইস্ট যোগ হয় তাহলে তো কেস জমে দই ৷
advertisement

লাইমলাইটে জারিন খান ৷ তিনি নাকি পাকিস্তানি ক্রিকেটার ফকর জামানের সঙ্গে ডেট করছেন তিনি ৷ সম্প্রতি প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ রান করেছেন তিনি ৷ তারওপর আবার প্রেমের গল্প ৷ বীর ছবিতে সলমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জারিন ৷ ডবল সাইজে তাঁর লাস্য সকলকে মজিয়ে রাখেন ৷

advertisement

File Photo

জোরালো এই গুঞ্জনে -র জেরে এবার মুখ খুললেন জারিন ৷ সরাসরি নয় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ৷

আরও পড়ুন - #MeToo: ‘‘আমায় সেদিন রেপ করেছিল অভিনেতা অলোকনাথ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুরো জল্পনাতেই জল ঢেলে দিয়েছেন জারিন তবে ফকর এখনও এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন ৷ দুবাইতে অস্ট্রেলিয়ার সঙ্গে এখন ক্রিকেট খেলছে পাকিস্তান ৷ আর সেখানেই জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন তিনি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাক ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম বলি অভিনেত্রীর? রাখঢাক না রেখে জবাব জারিন খানের