TRENDING:

গলায় মোটা সোনার চেন, চোখে চশমা! দাদুর স্টাইলে গান গেয়ে চমক নাতি রেগো বি-র, শুনুন

Last Updated:

পরিবারের ঐতিহ্য বজায় রেখে গানের জগতে পা দিয়েছে রেগো, তা নিয়েও বেশ খুশি বাপ্পিদা (Bappi Lahiri)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাচ্চাদের মন জয় করতে আসছে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri grandson) নাতি রেগো বি! দাদুর মতো তারও গা ভর্তি গয়না এবং চোখে চশমা৷ এক ঝলকে বুঝতে অসুবিধা হয় না যে এই খুদেই বাপ্পিদার নাতি! বাচ্চা পার্টি (Bachcha Party) নিয়ে মঞ্চ মাতাতে তৈরি রেগো বি (Rego B)৷
বাপি লাহিড়ীর নাতির গান
বাপি লাহিড়ীর নাতির গান
advertisement

প্রকাশিত মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে একগুচ্ছ খুদেকে৷ যারা নিজেদের পছন্দ ও অপছন্দ তুলে ধরছে৷ এবং তাদের দাবি যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক৷ একেবারে আধুনিক শব্দবন্ধনী থেকে শুরু করে মজাদার র‍্যাপ, গানের জমাটি তাল, সব মিলিয়ে বাচ্চা পার্টি গানটি খুবই আকর্ষণীয়৷

গানটির সুর দিয়েছেন সমীর ট্যান্ডন৷ এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেট্টি৷ দাদু বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) মতোই রেগোর স্টাইলও দেখার মতো৷ একেবারে স্যোয়েগ (swag)-এর সাথে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছে লাহিড়ী পরিবারের ছোট সদস্য৷

advertisement

আরও পড়ুন KBC-র মঞ্চে কী করলেন অমিতাভ-হেমা! ভিডিও চূড়ান্ত Viral

গানের মুক্তিতে দারুণ খুশি রেগো বি (Rego B)৷ তার কথায়, আমি খুবই উচ্ছ্বসিত৷ বাচ্চা পার্টি গানটা যেন আমার মনের কথা বলে, তাই গানটি গেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি৷ দাদুর নির্দেশে তো ছিলই, সঙ্গে আমার বাবা-মাও অনেক সাহায্য করেছেন৷ সমীর আঙ্কলের তত্বাবধানে এই গানটি খুব সহজেই গাইতে পেরেছি৷ শ্যুটিং-এর সময় খুব মজা হয়েছে এবং নাচের যা স্টেপ ছিল, তা করতেও খুব আনন্দ পেয়েছি৷ আশা করি সকলের ভাল লাগবে৷ জানাচ্ছে খুদে৷

advertisement

অন্যদিকে নাতির নতুন পথচলায় খুশি বাপি লাহিড়ী৷ পরিবারের ঐতিহ্য বজায় রেখে গানের জগতে পা দিয়েছে রেগো, তা নিয়েও বেশ খুশি বাপ্পিদা৷ বাচ্চা পার্টি গানটি বাপ্পি লাহিড়ীর নিজেরও পছন্দ হয়েছে৷ তিনি ধন্যবাদ জানিয়েছেন সুরকার সমীর ট্যন্ডনকে৷ তিনিই রেমোর মধ্যে সেই জাদু খুঁজে পেয়েছেন এবং তাকে দিয়ে এই গানটি গাইয়েছেন৷ বলছেন বাপি লাহিড়ী৷

advertisement

এই গানটি মুক্তি পাচ্ছে সারেগামা (saregama) থেকে৷ গানের এই সংস্থার সঙ্গে বাপি লাহিড়ি খুবই পুরনো সম্পর্ক৷ ফলে নাতির গানও যখন এই একই সংস্থা থেকে মুক্তি পাচ্ছে, তখন আনন্দ যেন আরও কিছুটা দ্বিগুণ হয়েছে৷

আরও পড়ুন Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

এই নিয়ে লাহিড়ী পরিবারে চতুর্থ প্রজন্ম পা রাখছে গানের দুনিয়ায়৷ বাপি লাহিড়ী বলছেন, ১৯৮৭-এ আমার মেয়ে রেমা লিটিল স্টার গানটি গায়৷ সেটা প্ল্যাটিনাম ডিস্কের রেকর্ড হয়েছিল৷ এবার রেমার ছেলে রেগো বি তার নতুন অ্যালবাম আনতে চলেছে৷ আমি চাই সকলে তাকেও আর্শীবাদ করুন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
গলায় মোটা সোনার চেন, চোখে চশমা! দাদুর স্টাইলে গান গেয়ে চমক নাতি রেগো বি-র, শুনুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল