অরুণজি মৃ্ত্যুতে তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানালেন যে এই মৃত্যুর কথা ১০দিন আগেই জেনেছিলেন৷ কীভাবে সেটাও স্পষ্ট করলেন তিনি৷ তিনি আর কেউ নন, বলিউডের রাখি সাওয়ন্ত৷ রাখির অনেক গুণের কথাই ভক্তদের জানা আছে৷ তবে তিনি যে এমন স্বপ্ন দেখাতে পান, তা প্রথমই জানা গেল৷ কারণ রাখি জানিয়েছেন যে ১০ দিন আগে স্বপ্নে তিনি জানতে পারেন যে অরুণ জেটলি আর নেই৷
advertisement
আরও পড়ুন অসুস্থ পতঞ্জলির অন্যতম কর্ণধার ও রামদেব সঙ্গী বালকৃষ্ণ
রাখি দাবি করেছেন যে ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে তাঁর উপর৷ তাই তিনি এমন অনেক ঘটনা আগে থেকেই স্বপ্নের মাধ্যমে জানতে পারেন৷ জেটলির মৃত্যু তার এক উদাহরণ৷ শোকপ্রকাশ করতে গিয়ে রাখি জেটলির আত্মার শান্তি কামনা করেছেন৷ সঙ্গে এও বলেছেন যে মৃত্যু খুবই আকস্মিক৷ তাই সকলের ভাল করা উচিৎ এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিৎ৷ নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি৷ এক প্রবীণ নেতার মৃত্যুতেও এমন যুক্তিহীন ভিডিও পোস্ট করার সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে৷
দেখুন সেই ভিডিও...