সেইসময় বাবা বনি কাপুরের পরামর্শে কিছুদিন অর্জুন দূরত্ব বজায় রেখেছিলেন মালাইকার থেকে, কিন্তু আগুন আর ঘি-কে কতক্ষণ আর আলাদা রাখা যায়? ইদানীং তাঁদের প্রেম জমে কুলপি! শোনা যাচ্ছে, আগামী বছর তাঁরা বিয়েও করছেন।
কিন্তু এত ঘটনার ঘনঘটার মধ্যে চুপচাপই ছিলেন আরবাজ! তবে, সম্প্রতি তাঁর আগামী ছবি 'জ্যাক অ্যান্ড দিল'-এর প্রচার অনুষ্ঠানে তিনি মুখ খুললেন! বললেন, '' ''পারফেক্ট রিলেশনশিপ বলতে ঠিক কী বোঝায় তা আমার জানা নেই। আমি ২১ বছর ধরে পারফেক্ট রিলেশনশিপ তৈরির চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। দুধরনের মানুষ হয়!কিছু মানুষ সবকিছু পেয়েও আরও পেতে চায়। কিছু মানুষ যা পেয়েছে তাই নিয়েই সুখে থাকে। একটা পারফেক্ট রিলেশন তৈরির নেপথ্যে অনেক পরিশ্রম, কষ্ঠ, ডেডিকেশ থাকে।''
advertisement
মালাইকার অবশ্য অভিযোগ, আরবাজ যথেষ্ঠ রোজগার করেন না। এই নিয়েই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়।
আরও পড়ুন-প্রিয়াঙ্কা অতীত ! এখন নাকি এই নায়িকার সঙ্গে প্রেম করছেন রাহুল !