সম্প্রতি একটি টক শোয়ে অতিথি হিসেবে এসে এই প্রশ্নেরই উত্তর দিলেন খোদ আরবাজ! জানালেন, '' আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল, আচমকাই সব কেমন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল! আমার মতে, যদি দু'জনের মধ্যে সম্পর্ক ঠিক না থাকে, মনে তিক্ততা নিয়ে জোর করে একসঙ্গে থাকার থেকে আলাদা হয়ে গিয়ে নিজের মতো জীবন কাটান ভাল!''
advertisement
বিয়ের প্রতি আর আস্থা আছে? উত্তরে 'পয়্যার কিয়া তো ডরনা কয়া' স্টার জানান, '' হ্যাঁ, অবশ্যই । বিয়ে নামক প্রতিষ্ঠান বহু যুগ ধরে রয়েছে। মানুষ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভালভাবে বাঁচার চেষ্টা করে। তবে এটাও ঠিক, বিয়ে করলেই সুখি হবেন, এমনটা নয়। অনেকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেন না!''
Location :
First Published :
April 19, 2019 2:45 PM IST