TRENDING:

মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার আসল কারণ কী ছিল ? জানালেন খোদ আরবাজ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৭ সাল! ২১ বছরের দাম্পত্য জীবনে ভাঙন! আলাদা হয়ে গেলেন মালাইকা আর আরবাজ খান! বিচ্ছেদের পর বছরে অনেকটাই ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেন 'ছাইয়া ছাইয়া' স্টার! আরবাজ খানও দিব্য রয়েছেন বান্ধবী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে। তবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও, দু'জনের মধ্যে কোনও তিক্ততা জন্ম নেয়নি! বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রেখেছেন! কিন্তু হঠাৎ কী এমন হল যে ২১ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে ফাটল ধরল ?
advertisement

সম্প্রতি একটি টক শোয়ে অতিথি হিসেবে এসে এই প্রশ্নেরই উত্তর দিলেন খোদ আরবাজ! জানালেন, '' আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল, আচমকাই সব কেমন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল! আমার মতে, যদি দু'জনের মধ্যে সম্পর্ক ঠিক না থাকে, মনে তিক্ততা নিয়ে জোর করে একসঙ্গে থাকার থেকে আলাদা হয়ে গিয়ে নিজের মতো জীবন কাটান ভাল!''

advertisement

বিয়ের প্রতি আর আস্থা আছে? উত্তরে 'পয়্যার কিয়া তো ডরনা কয়া' স্টার জানান, '' হ্যাঁ, অবশ্যই । বিয়ে নামক প্রতিষ্ঠান বহু যুগ ধরে রয়েছে। মানুষ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভালভাবে বাঁচার চেষ্টা করে। তবে এটাও ঠিক, বিয়ে করলেই সুখি হবেন, এমনটা নয়। অনেকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেন না!''

বাংলা খবর/ খবর/বিনোদন/
মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার আসল কারণ কী ছিল ? জানালেন খোদ আরবাজ