‘বিগ বস’-ঘর থেকে বেরিয়ে এ সমস্ত কথা-বার্তাই কানে আসে অনুপ জলোটার ৷ আর এই সব শুনে নাকি বেজায় মর্মাহত হয়েছেন এই বর্ষীয়ান গায়ক ৷ যা নিয়ে তিনি বেজায় উদ্বিগ্ন ৷ বিগ বসের ঘর থেকে বেরিয়েই জসলিনের বাবা কেশর মাথারুর সঙ্গে দেখা করেন অনুপ জালোটা। আর সেখানেই জসলিনের বিয়েতে তাঁকে সম্প্রদানের ইচ্ছা প্রকাশ করেন অনুপ জলোটা। যা শুনে বেশ খুশি হয়ে যান জসলিনের বাবা কেশর মাথারু। অনুপ জালোটা এবং তিনি একসঙ্গে বসে জসলিনের সম্প্রদান করতে চান বলেও নাকি ভজন 'সম্রাট'-কে জানিয়েছেন কেশর মাথারু।
advertisement
এসবের পাশাপাশি অনুপ জলোটা আরও দাবি করেন, বিগ বসের ঘরে যাওয়ার জন্য জসলিনকে ডাকা হলে, তাঁর স্মরণাপন্ন হন শিষ্যা। বাবা-মেয়ের কাকুতিমিনতি শুনে তিনি রাজি হয়ে যান। এরপর বিগ বসের ঘরে প্রবেশের আগে দেখা হয় জসলিনের সঙ্গে। যেখানে জসলিনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে শুনতে পান তিনি। এরপরই আশ্চর্য হয়ে যান। গুরু-শিষ্যার সম্পর্কের মধ্যে এসব 'ভালবাসার' সম্পর্ক কোথা থেকে হাজির হল, তা তিনি বুঝতে পারেননি বলেও দাবি করেন অনুপ জালোটা। কিন্তু, অনুপ জালোটা যে দাবিই করুন না কেন, জসলিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে জোর জল্পনা শুরু হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।