শ্বেতা পণ্ডিত তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের ঘটনা সামনে নিয়ে এসেছেন ৷ এবারের অভিযোগের তির অনু মালিকের দিকে ৷ এর আগেও এই সঙ্গীত পরিচালকের দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন- বাগানে ইনটার্ন কোচ ব্যারেটো, এক সপ্তাহ শিখবেন কোচিং
advertisement
নেহা ভাসিন এই তালিকায় সম্প্রতি অভিযোগের তির তুলে ট্যুইট করেছিলেন, সেই ট্যুইটেই নিজের ঘটনার কথা তুলে ধরেছেন শ্বেতা পণ্ডিত ৷
আসলে নেহা ভাসিনের অভিযোগে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন, ‘‘ ২০১৯ দাঁড়িয়েও আমরা প্রশ্নের সামনে দাঁড়াই কেন আমরা নির্যাতিতা হয়েছিলাম ৷ ২ দশক আমি এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত এখনও কিছু সংকীর্ণমনা মানুষ জিজ্ঞাসা করে কেন আমরা আগে বলিনি ৷ সত্যিই হেরো!২০০১ সালে আমি স্কুলে পড়তাম, তাহলে তখন বললে কী হত ? ধন্যবাদ #MeToo-কে ৷
আসলে ইন্ডিয়ান আইডলের বিচারক হয়েছেন অনু মালিক ৷ আর এরপর থেকেই একটা বিক্ষুব্ধ অংশ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ৷ আর এতেই মুখ খুলেছেন সকলে ৷