মা হয়েছেন অভিনেত্রী অনিতা হসনন্দানি৷ পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি৷ সুখবর জানিয়েছেন তাঁর স্বামী রোহিত রেড্ডি৷ লকডাউনের সময়ই সবাইকে সুখবর দেন এই তারকা দম্পতি৷ ছেলে জন্মের খবর সকলের সঙ্গে ভাগ করে নিতে একটি মিষ্টি ছবি পোস্ট করেন রোহিত৷ শিশুর ছবি সামনে আনেননি দম্পতি, তবে প্রেগন্যান্সি শ্যুটের ছবি দিয়েই সোশ্যাল মিডিয়া এই সুখবর জানিয়েছেন রোহিত৷ সেখানে দেখা গিয়েছে স্ত্রীর মাথায় চুমু খাচ্ছেন তিনি৷ তিনি লিখেছেন ইটস আ বয়, অর্থাৎ ছেলে হয়েছে তাঁদের৷ সঙ্গে আজকের তারিখ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২১ উল্লেখ করা রয়েছে৷ যেহেতু ছেলে তাই নীল রঙের জামার দেখা গিয়েছে ছবিতে৷ ছবি পোস্ট করার পরই সকলের খবর পেয়ে যান এবং শুভেচ্ছা জানাতে থাকেন অনিতা ও রোহিতকে৷ প্রেগন্যান্সির সময় অনেক ভিডিও পোস্ট করেছিলেন অনিতা৷ এমনকী তাঁর স্বামী তাঁর জন্য কতটা খেয়াল রাখছেন, সে কথাও সকলকে জানান তিনি৷
advertisement
সুখবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রী সমিরা রেড্ডি শুভেচ্ছা জানান এবং নতুন জীবনে স্বাগতর কথা উল্লেখ করেন৷৷ ভারতী সিং লেখেন,অনেক অভিনন্দন ভাই৷ এছাড়াও আরও অনেক তারকা বন্ধুরা শুভেচ্ছায় ভরিয়ে দেন রোহিতের এই সোশ্যাল মিডিয়া পোস্টে৷ প্রথম থেকে হাসপাতালে ছিলেন একতা৷ তিনি ছবি শেয়ার করেন৷ এছাড়াও বলিউড এবং হিন্দি টেলি-নায়িকারা যাদের সন্তান রয়েছে, তাঁরা সকলে অনিতাকে তাঁদের গ্রুপে স্বাগত জানান!
