TRENDING:

Akshay Kumar: ৩০ কোটি থেকে নিজের পারিশ্রমিক কমিয়েছেন অক্ষয় কুমার! আসল কী?

Last Updated:

সোমবার Tweet করে অভিনেতা জানিয়েছেন সিনেমার জন্য পারিশ্রমিক কম দেওয়ার খবর ভিত্তিহীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলে অক্ষয় কুমার (Akshay Kumar)। অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে খিলাড়ি কুমারের হাতে। তারই মধ্যে একটি ছবি ‘বেল বটম’ (Bell Bottom)। যেখানে অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে এখন তোলপাড় নেট দুনিয়া। সোমবার Tweet করে অভিনেতা জানিয়েছেন সিনেমার জন্য পারিশ্রমিক কম দেওয়ার খবর ভিত্তিহীন। সূত্রের খবর, অক্ষয় এই স্পাই থ্রিলার ছবির জন্য ৩০ কোটি টাকা থেকে পারিশ্রমিক কম করে দিয়েছেন। তবে অক্ষয় কুমার এই টাকার সংখ্যা নিশ্চিত না করলেও, তিনি খবরটিকে ফেক নিউজ বলেছেন। আসল Tweet -টিতে তিনি লিখেছেন, “ঘুম থেকে উঠে ফেক নিউজ দেখলে যেমনটা হয়!” নিজের Tweet-এর সঙ্গে কিছু ইমোজিও যোগ করেন অভিনেতা।
advertisement

Bollywood Hungama - এর খবর অনুযায়ী প্রযোজক বাসু ভাগনানি (Vashu Bhagnani) অক্ষয়কে পারিশ্রমিক কমানোর জন্য বলেন, যেখানে অক্ষয় রাজি হয়ে যান। নিউজ সংস্থার তরফ থেকে আরও দাবি করা হয়েছে যে, অক্ষয় ছবিটির লাভের অংশ সহ কিছু টাকা বেশি দাবি করেছিলেন, কিন্তু প্রযোজক বাসু ভগনানি Tweet করে লেখেন ‘এই খবরের কোনও সত্যতা নেই’।

advertisement

Bollywood Hungama- এর খবরে আরও বলা হয় “প্রাথমিকভাবে একটি ছবি যা বড় শহর ও ছোট শহরে মুক্তি পাবে, সেখানে বাসু ভগনানি বাজেট নিশ্চিত রাখতে চেয়েছিলেন এবং হঠাৎই বাজেট বৃদ্ধির কারণে তিনি অক্ষয়কে অভিনয়ের জন্য পারিশ্রমিক কমানোর অনুরোধ করেছিলেন। কভিড অবস্থায় থিয়েটারে ছবি মুক্তির বিষয়েও অনেক অনিশ্চয়তা রয়েছে, সেক্ষেত্রে ছবিটি সঠিকভাবে আয় নাও করতে পারে, যা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।" সূত্রের খবর মারফত আরও বলা হয় যে কোভিড-১৯ এর কথা মাথায় রেখে অক্ষয় তার স্যালারি হ্রাস করতে 'সম্মতি দিয়েছেন'। তবে ছবিটিতে যদি কোনও লাভ হয়, তাহলে অক্ষয়কে তাঁর অংশ দেওয়া হবে। তবে ছবিটি যদি 'ওভার পারফর্ম' না করতে পারে, সেক্ষেত্রে অক্ষয় প্রায় ৮০-৯০ কোটি টাকা উপার্জন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অক্ষয় যিনি সদ্য করোনামুক্ত হয়েছেন, এখন তাঁর হাতে প্রচুর কাজ রয়েছে। রোহিত শেটির (Rohit Shetty) পরিচালিত ছবি ‘সূর্যবংশী’ (Sooryavanshi), একবছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সদ্য বেল বটমের শুটিং শেষ করেছেন, এখন ‘পৃথ্বীরাজ’ (Prithiviraj), ‘বচ্চন পান্ডে’ (Bachchan Pandey) ও ‘রাম সেতু’ (Ram Setu)-ছবির শুটিং শুরু করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar: ৩০ কোটি থেকে নিজের পারিশ্রমিক কমিয়েছেন অক্ষয় কুমার! আসল কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল