এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে রয়েছেন রাজ কুন্দ্রা, বন্দনা তিওয়ারি, গহনা বশিষ্ঠও৷ কীভাব রাজের নাম উঠে আসে? তদন্তকারীরা লন্ডনের সংস্থা কেনরিন-র নাম জানতে পারে৷ যার এক্সিকিউটিভ ছিলেন উমেশ কামাত৷ উমেশ একসময় ছিলেন রাজ কুন্দ্রার কর্মী৷ প্রায় ৮টি পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপে পাঠান উমেশ৷ যার জন্য মোটা টাকা চান তিনি৷ এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷
advertisement
অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে পর্নগ্রাফি ছবি ডিস্ট্রিবিউট কর হচ্ছিল৷ এই খবর পেতেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ প্রপার্টি সেল এই নিয়ে তদন্ত শুরু করে৷ খবর পাওয়া যায় মলাড পশ্চিমের মডগাঁওতে অশ্লীল ভিডিও-র শ্যুটিং চলছিল৷ খবর পেয়েই এপিআই লক্ষ্মীকান্ত সালুংখে বাংলোতে পৌঁছে যান৷ সেখানে ন্যুড ভিডিও-র শ্যুটিং চলছিল৷ প্রাথমিক তদন্তে পুলিশ অভিযুক্তদের কাছে থেকে মোবাইল উদ্ধার করেছে৷ তাদের কাছ থেকে হোথিত মুভিজের খবর পাওয়া যায়৷ যেটা একটা মোবাইল অ্যাপ৷ এতেই ভিডিও আপলোড হয়ে যেত৷ অশ্লীল ভিডিও দেখার সময় এই অ্যাপের সাহায্য নিতে হত৷ টাকা দিয়ে এই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হত৷ কিছু গ্রুপের কাছে এখনও মোবাইল অ্যাপলিকেশন রয়েছে৷