TRENDING:

Porn case: পর্ন ছবি নয়, কাম ধর্মী ছবি তৈরি হচ্ছিল, রাজ কুন্দ্রার গ্রফতারিতে যা বললেন গহনা বশিষ্ঠ

Last Updated:

বারবার পর্ন ছবি ও ইরোটিক্স (Porn vs Erotics) ছবির মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন গহনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পর্ন ছবি তৈরির অভিযোগ সোমবার রাতে রাজ কুন্দ্রাকে গ্রফতার করে মুম্বই পুলিশ৷ এই মামলায় গহনা বশিষ্ঠকেও গ্রেফতার করা হয়৷ রাজের জামিন মঞ্জুর না হলেও, জামিন পেয়ে যান গহনা৷ পর্নগ্রাফি মামলায় মুখ খোলেন তিনি৷ তিনি জানান যে পুলিশ ও দেশের আইন ব্যবস্থার উপর তার বিশ্বাস রয়েছে৷ তাই সঠিক বিচার হবে বলেই তিনি আশা করেন৷ তবে পর্ন ছবি তৈরি করা নিয়ে কিছু বক্তব্য রাখেন গহনা৷ তাঁর কথায়, পর্ন ছবি ও কাম ধর্মী (ইরোটিকা) ছবির মধ্যে ফারাক রয়েছে৷ তারা কাম ধর্মী ছবি বানাচ্ছিলেন যা পর্ন বলে ভুল করা হয়েছে৷ গহনা জানান যে, একতা কাপুর যেমন গন্দি বাতের মতো ছবি তৈরি করেন, তেমনই ছবি তৈরি করছিলেন রাজ ও তাঁর টিম৷ তাতে গহনাও ছিলেন৷ তাই তিনি জোর দিয়ে বলেছেন যে তাদের তৈরি ছবিগুলিকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে৷
advertisement

আরও পড়ুন Raj Kundra Shilpa Shetty: রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির আরও কুকীর্তির অভিযোগ রাজের প্রথম স্ত্রীর গলায়!

এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে রয়েছেন রাজ কুন্দ্রা, বন্দনা তিওয়ারি, গহনা বশিষ্ঠও৷ কীভাব রাজের নাম উঠে আসে? তদন্তকারীরা লন্ডনের সংস্থা কেনরিন-র নাম জানতে পারে৷ যার এক্সিকিউটিভ ছিলেন উমেশ কামাত৷ উমেশ একসময় ছিলেন রাজ কুন্দ্রার কর্মী৷ প্রায় ৮টি পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপে পাঠান উমেশ৷ যার জন্য মোটা টাকা চান তিনি৷ এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে পর্নগ্রাফি ছবি ডিস্ট্রিবিউট কর হচ্ছিল৷ এই খবর পেতেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ প্রপার্টি সেল এই নিয়ে তদন্ত শুরু করে৷ খবর পাওয়া যায় মলাড পশ্চিমের মডগাঁওতে অশ্লীল ভিডিও-র শ্যুটিং চলছিল৷ খবর পেয়েই এপিআই লক্ষ্মীকান্ত সালুংখে বাংলোতে পৌঁছে যান৷ সেখানে ন্যুড ভিডিও-র শ্যুটিং চলছিল৷ প্রাথমিক তদন্তে পুলিশ অভিযুক্তদের কাছে থেকে মোবাইল উদ্ধার করেছে৷ তাদের কাছ থেকে হোথিত মুভিজের খবর পাওয়া যায়৷ যেটা একটা মোবাইল অ্যাপ৷ এতেই ভিডিও আপলোড হয়ে যেত৷ অশ্লীল ভিডিও দেখার সময় এই অ্যাপের সাহায্য নিতে হত৷ টাকা দিয়ে এই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হত৷ কিছু গ্রুপের কাছে এখনও মোবাইল অ্যাপলিকেশন রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Porn case: পর্ন ছবি নয়, কাম ধর্মী ছবি তৈরি হচ্ছিল, রাজ কুন্দ্রার গ্রফতারিতে যা বললেন গহনা বশিষ্ঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল