আরও পড়ুন KBC-তে ৫ কোটি টাকা জিতে চরম সমস্যায় পড়েছিলেন সুশীল কুমার, কারণ...
পঞ্জাবের মোগা শহরে (Punjab Moga Election) স্বেচ্ছ্বাসেবী কাজে প্রায়সই দেখা যায় সোনু সুদের বোন মালবিকা সচারকে (Malvika Sachar)৷ তিনিও সোনুর মতো সাধারাণ মানুষের জন্য কাজ করেন৷ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানো হয় এবং তিনি উপস্থিতও থাকেন৷ এর পাশাপাশি পঞ্জাবে কোনও কাজে গেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সোনু৷ তাহলে কী পঞ্জাবের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন ভাই-বোন? জল্পনা তৈরি হয়েছে যে মোগা বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে প্রার্থী নির্বাচিত হবেন৷ লড়বেন রাজনৈতিক মঞ্চে৷
advertisement
আরও পড়ুন 'শ্রাবন্তী পুত্র অভিমন্যু যৌন পরিচিয় নিয়ে গালিগালাজ করেছেন,' কড়া অভিযোগ স্যান্ডি সাহার
তবে এই সব জল্পনা উড়িয়ে দিলেন সোনু সুদ৷ তিনি স্পষ্ট করলেন, যে কোনও ভাবেই তিনি রাজনীতিতে পা রাখছেন না৷ এমনকী তাঁর বোনও এই পথে হাঁটছেন না৷ তাঁরা মানুষের সেবা করতে চান এবং সে কারণেই এইভাবে সকলের পাশে দাঁড়াচ্ছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে থেকে নয়৷