TRENDING:

Doordarshan News Anchor Gitanjali Aiyar: দূরদর্শনের সেরা সংবাদপাঠিকাদের মধ্যে অন্যতম গীতাঞ্জলি আইয়ার প্রয়াত

Last Updated:

Doordarshan News Anchor Gitanjali Aiyar: দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে গীতাঞ্জলি ছিলেন প্রথম সারির সঞ্চালিকা৷ পুরস্কারজয়ী সংবাদপাঠিকা গীতাঞ্জলির উচ্চারণ এবং বাচনভঙ্গি ছিল অননুকরণীয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার৷ বুধবার তাঁর মৃত্যু হয় নয়াদিল্লিতে৷ সত্তরোর্ধ্ব গীতাঞ্জলি পার্কিন্সন্স ডিজিজে আক্রান্ত ছিলেন৷ পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে সান্ধ্যভ্রমণ সেরে বাড়ি ফিরে আসার পর হঠাৎ তাঁর মৃত্যু হয়৷ দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে গীতাঞ্জলি ছিলেন প্রথম সারির সঞ্চালিকা৷ পুরস্কারজয়ী সংবাদপাঠিকা গীতাঞ্জলির উচ্চারণ এবং বাচনভঙ্গি ছিল অননুকরণীয়৷
প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার
প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার
advertisement

কলকাতার লোরেটো কলেজ থেকে স্নাতক হওয়ার পর ১৯৭১ সালে গীতাঞ্জলি দূরদর্শনে চাকরিতে যোগ দেন৷ দীর্ঘ কর্মজীবনে তিনি চার বার সেরা পাঠিকার সম্মানে ভূষিত হয়েছেন৷ ১৯৮৯ সালে তিনি সম্মানিত হন ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী পুরস্কারে৷ ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিপ্লোমা পাওয়া গীতাঞ্জলি ছিলেন বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত মুখ৷ শ্রীধর ক্ষীরসাগরের টেলিভিশন ‘খানদান’-এও তিনি অভিনয় করেন৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন গীতাঞ্জলি৷

advertisement

আরও পড়ুন : ‘বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে’! সমাজমাধ্যমে তীব্র বিদ্রূপ আশিস বিদ্যার্থীকে! ব্যঙ্গকারীদের মোক্ষম উত্তর অভিনেতার

তাঁর প্রয়াণে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনেকেই৷ কংগ্রেস নেতা নেত্তা ডি’সুজা লিখেছেন ‘‘টেলিভশনের পর্দায় গীতাঞ্জলি আইয়ারের আভিজাত্যপূর্ণ উপস্থিতি রয়েছে আমাদের স্মৃতিতে৷ টিভিতে খবর দেখার অভিজ্ঞতায় তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছি৷ তিনি শাশ্বত শান্তির জগতে বিচরণ করুন৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সাংবাদিক শীলা ভাট ট্যুইট করেছেন, ‘‘ভারতের সেরা টেলিভিশন সংবাদপাঠিকাদের মধ্যে একজন গীতাঞ্জলি আইয়ার৷ আভিজাত্যপূর্ণ এই নারী প্রয়াত হলেন৷ তাঁর পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছি৷’’ গীতাঞ্জলির মেয়ে পল্লবীও একজন পুরস্কারজয়ী সাংবাদিক৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Doordarshan News Anchor Gitanjali Aiyar: দূরদর্শনের সেরা সংবাদপাঠিকাদের মধ্যে অন্যতম গীতাঞ্জলি আইয়ার প্রয়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল