আর মাত্র কয়েক দিন বাকি বিয়ের। শপিং থেকে খাওয়া-দাওয়া সব কিছু নিয়েই ব্যস্ত এই সেলেব জুটি। সেই সঙ্গে চলছে আইবুড়ো ভাত খাওয়ায়। রুদ্রজিৎকে 'জীবনসাথী' ধারাবাহিকের সেটে নিজে হাতে আইবুড়ো-ভাত খাওয়ালেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ও দীপাঙ্কর দে সহ অন্য কলা-কুশলীরা। ওদিকে প্রমিতাও বাদ নেই আইবুড়ো ভাত খাওয়া থেকে। ফটোশ্যুটের মাঝেই চলছে নায়িকার আইবুড়ো-ভাত অনুষ্ঠান।
advertisement
কাজের সূত্র ধরেই একে অপরের সঙ্গে আলাপ। তারপর প্রেম। খুব কম সময়েই এই জুটি দর্শকের মনে নিজেদের জায়গা তৈরি করেছেন। তাঁদের দক্ষ অভিনয়ে মুগ্ধ সকলেই। তবে বিয়ের দিন একটা ভক্তদের জন্য একটা দারুণ উপহার নিয়ে এসেছেন এই জুটি। তাঁদের বিয়ে আর ভ্যালেন্টাইনস ডে একই দিনে পড়েছে। আর এই দিন ভক্তদের বাদ দিয়ে বিয়ে করবেন না তাঁরা। তাই এক নতুন কনটেস্ট নিয়ে এসেছেন রুদ্রজিৎ ও প্রমিতা। 'সেলফি কনটেস্ট'। আপনার ফোন থেকে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটি সেলফি তুলুন। আর তা পাঠিয়ে দিন অভিনেতার দেওয়া নম্বরে। সেরা তিন জুটি ১৪ তারিখে দেখা করার সুযোগ পাবেন প্রমিতা ও রুদ্রজিতের সঙ্গে। ওই দিনই তাঁদের বিয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এই প্রতিযোগিতার কথা জানিয়েছেন রুদ্রজিৎ। 'ওম্যান টাইমস'-এর তরফ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ছবি শেয়ার করে রুদ্রজিৎ লিখেছেন, "নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সেলফি তুলুন আর ৯৫৩১৪৩২৪১০ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। আর পেয়ে যান আমাদের সঙ্গে দেখা করার সুযোগ।" এই পোস্ট দেখা মাত্রই অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আবার অনেকে কলকাতায় নেই বলে আক্ষেপ করে জানিয়েছেন, 'আমি মিস করলাম এই সুযোগ। কলকাতায় নেই।" আবার অনেকে সেলফি পাঠিয়ে দিয়েছেন সে কথাও জানিয়ে দিয়েছেন। নিজেদের বিয়েতে ভক্তদের জন্য এটাই রুদ্র-প্রমিতার উপহার।