নির্মাতারা ‘গোলেমালে’ নামে একটি নতুন গান প্রকাশ করেছেন। গানটি বাংলার প্রচলিত বাউল গানের রিমিক্স। পাশাপাশি প্রেমের এক আকুলতা ধরা পড়ে গানটির মধ্যে। বাংলার এই বাউল সংগীতটি সেই অঞ্চলের সমৃদ্ধ লোক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
গানটিতে লিপ দিয়েছেন জেনেলিয়া। হাতে একতারা। লাল-সাদা লেহঙ্গায় নজর কেড়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ধুম জ্বরে কাবু ছেলে রাজ্য, পুরো দায়িত্বই একার কাঁধে পরীমণির, রাজ কোথায়?
advertisement
আরও পড়ুন: অমিতাভ-শাহরুখকে বলে বলে দশ গোল, ইনস্টাগ্রাম থেকে মোটা টাকা আয় করেন এই বিখ্যাত তারকা, কে জানেন?
শ্রেয়া ঘোষাল, দেব নেগি এবং কৌশিক-গুড্ডুর মতো প্রখ্যাত শিল্পীরা এই গানে তাঁদের কণ্ঠ দিয়েছেন। তাঁদের কণ্ঠের দক্ষতা এবং ব্যতিক্রমী প্রতিভার মাধ্যমে গানটি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। উপরন্তু, গুড্ডুর একটি চিত্তাকর্ষক র্যাপ সেগমেন্ট, গানটিতে একটি সমসাময়িক টুইস্ট যোগ করেছে।