TRENDING:

Genelia D'Souza: জেনেলিয়ার মুখে 'পিরিতি কাঁঠালের আঠা'! পর্দায় বাংলা গানের সঙ্গেই জমিয়ে নাচ

Last Updated:

Genelia D'Souza: গানটিতে লিপ দিয়েছেন জেনেলিয়া। হাতে একতারা। লাল-সাদা লেহঙ্গায় নজর কেড়েছেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রোম পিকচার্স তার আসন্ন ফিল্ম ‘ট্রায়াল পিরিয়ড’ অপ্রচলিত পারিবারিক বন্ধনের একটি গল্প বলবে। আগামী ২১ জুলাই জিও সিনেমায় ছবিটির প্রিমিয়ার হবে। আলেয়া সেন রচিত এবং পরিচালিতপ্রধান চরিত্রে জেনেলিয়া দেশমুখ এবং মানব কৌল। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শক্তি কাপুর, শীবা চাড্ডা, গজরাজ রাও, স্বরূপা ঘোষ, বরুন চন্দ এবং জিদান ব্রাজ উল্লেখযোগ্য। ‘ট্রায়াল পিরিয়ড’ আধুনিক অপূর্ণ পরিবারের প্রেম এবং বিভিন্ন ঘাত- প্রতিঘাত উন্মোচন করে৷
advertisement

নির্মাতারা ‘গোলেমালে’ নামে একটি  নতুন গান প্রকাশ করেছেন। গানটি বাংলার প্রচলিত বাউল গানের রিমিক্স। পাশাপাশি প্রেমের এক আকুলতা ধরা পড়ে গানটির মধ্যে। বাংলার এই বাউল সংগীতটি সেই অঞ্চলের সমৃদ্ধ লোক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

গানটিতে লিপ দিয়েছেন জেনেলিয়া। হাতে একতারা। লাল-সাদা লেহঙ্গায় নজর কেড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ধুম জ্বরে কাবু ছেলে রাজ্য, পুরো দায়িত্বই একার কাঁধে পরীমণির, রাজ কোথায়?

advertisement

আরও পড়ুন: অমিতাভ-শাহরুখকে বলে বলে দশ গোল, ইনস্টাগ্রাম থেকে মোটা টাকা আয় করেন এই বিখ্যাত তারকা, কে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রেয়া ঘোষাল, দেব নেগি এবং কৌশিক-গুড্ডুর মতো প্রখ্যাত শিল্পীরা এই গানে তাঁদের কণ্ঠ দিয়েছেন। তাঁদের কণ্ঠের দক্ষতা এবং ব্যতিক্রমী প্রতিভার মাধ্যমে গানটি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। উপরন্তু, গুড্ডুর একটি চিত্তাকর্ষক র‍্যাপ সেগমেন্ট, গানটিতে একটি সমসাময়িক টুইস্ট যোগ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Genelia D'Souza: জেনেলিয়ার মুখে 'পিরিতি কাঁঠালের আঠা'! পর্দায় বাংলা গানের সঙ্গেই জমিয়ে নাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল