Pori Moni: ধুম জ্বরে কাবু ছেলে রাজ্য, পুরো দায়িত্বই একার কাঁধে পরীমণির, রাজ কোথায়?

Last Updated:
Pori Moni: আবারও অসুস্থ হয়ে পড়েছে রাজ্য৷ সোশ্যাল মিডিয়াতে থার্মোমিটারের ছবি দিয়ে নিজেই ছেলের অসুস্থতার কথা জানিয়ে চিন্তিত হয়ে পড়েছেন৷ এবারও ছেলের পুরো দায়িত্ব একার কাঁধে নিয়েছেন নায়িকা৷ তবে রাজ কোথায় রয়েছেন? তা নিয়ে বিস্তর জল্পনা চলছে৷
1/5
পরীমণির সন্তান রাজ্যকে পুরোটায় একা হাতে সামলাচ্ছেন নায়িকা৷ সদ্যই ১১ মাস পূর্ণ করল ছেলে৷ ধুমধাম করে রাজকে ছাড়াই উদযাপনের পরই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্য৷ সেই খবর নিজেই জানিয়েছেন ভক্তদের সঙ্গে৷
পরীমণির সন্তান রাজ্যকে পুরোটায় একা হাতে সামলাচ্ছেন নায়িকা৷ সদ্যই ১১ মাস পূর্ণ করল ছেলে৷ ধুমধাম করে রাজকে ছাড়াই উদযাপনের পরই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্য৷ সেই খবর নিজেই জানিয়েছেন ভক্তদের সঙ্গে৷
advertisement
2/5
সোশ্যাল মিডিয়াতে থার্মোমিটারের ছবি দিয়ে নিজেই ছেলের অসুস্থতার কথা জানিয়ে চিন্তিত হয়ে পড়েছেন৷ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল একরত্তিকে৷ তখনও স্বামী রাজ ছিলেন মলদ্বীপে৷ পুরোটাই একা হাতে সামলেছিলেন নায়িকা৷
সোশ্যাল মিডিয়াতে থার্মোমিটারের ছবি দিয়ে নিজেই ছেলের অসুস্থতার কথা জানিয়ে চিন্তিত হয়ে পড়েছেন৷ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল একরত্তিকে৷ তখনও স্বামী রাজ ছিলেন মলদ্বীপে৷ পুরোটাই একা হাতে সামলেছিলেন নায়িকা৷
advertisement
3/5
আবারও অসুস্থ হয়ে  পড়েছে রাজ্য৷ তবে রাজ কোথায় রয়েছেন? তা নিয়ে বিস্তর জল্পনা চলছে৷ বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজ বাংলাদেশে ফিরেছেন  ঠিকই, তবে পরীর সঙ্গে নেই৷ তিনি রয়েছেন ভান্ডারিয়াতে৷ এবারও ছেলের পুরো দায়িত্ব একার কাঁধে নিয়েছেন নায়িকা৷
আবারও অসুস্থ হয়ে পড়েছে রাজ্য৷ তবে রাজ কোথায় রয়েছেন? তা নিয়ে বিস্তর জল্পনা চলছে৷ বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজ বাংলাদেশে ফিরেছেন ঠিকই, তবে পরীর সঙ্গে নেই৷ তিনি রয়েছেন ভান্ডারিয়াতে৷ এবারও ছেলের পুরো দায়িত্ব একার কাঁধে নিয়েছেন নায়িকা৷
advertisement
4/5
বর্তমানে পরীমণির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলে রাজ্য। সন্তান হওয়ার পর কাজও অনেক কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে রাজের সঙ্গে বিচ্ছেদের পর আলাদা একাই ছেলেকে নিয়ে থাকছেন পরী৷ শুধু ছেলের জন্য মাঝে মধ্যে এক হন তারা৷
বর্তমানে পরীমণির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলে রাজ্য। সন্তান হওয়ার পর কাজও অনেক কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে রাজের সঙ্গে বিচ্ছেদের পর আলাদা একাই ছেলেকে নিয়ে থাকছেন পরী৷ শুধু ছেলের জন্য মাঝে মধ্যে এক হন তারা৷
advertisement
5/5
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জোরদার চর্চা চলছে ওপার বাংলায়৷  দিনকয়েক আগেই স্বামী শরিফুলের সঙ্গে নায়িকাদের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ এই ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা -বিতর্ক৷
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জোরদার চর্চা চলছে ওপার বাংলায়৷ দিনকয়েক আগেই স্বামী শরিফুলের সঙ্গে নায়িকাদের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ এই ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা -বিতর্ক৷
advertisement
advertisement
advertisement