TRENDING:

করোনা আক্রান্ত হয়েছিলেন বলি অভিনেত্রী জেনেলিয়া ! শেয়ার করলেন অভিজ্ঞতা !

Last Updated:

বলি অভিনেত্রী ও রিতেশ দেশমুখের স্ত্রী জেনেলিয়া সদ্যই আক্রান্ত হন করোনায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা দেশের মানুষ লড়াই করছেন করোনা ভাইরাসের সঙ্গে। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। সদ্যই করোনা মুক্ত হয়েছেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন। অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাও কোভিড আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। তবে এর মাঝেই ফের বলিউডের আর এক অভিনেত্রীর করোনা আক্রান্তের খবর সামনে এল।
advertisement

বলি অভিনেত্রী ও রিতেশ দেশমুখের স্ত্রী জেনেলিয়া সদ্যই আক্রান্ত হন করোনায়। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। অভিনেত্রী লিখেছেন, "করোনার জন্য টানা ২১ দিন আমি হোম কোয়ারেন্টাইনে ছিলাম। ২১ দিন পর আমার আর একবার টেস্ট করা হয়। এবং আমার রিপোর্ট নেগেটিভ আসে। আমি এই ২১ দিনে বুঝেছি পরিবার থেকে দূরে থাকা কতটা কঠিন। আবার বাড়ির লোকের কাছে ফিরতে পেরে আনন্দ হচ্ছে। তবে করোনার সঙ্গে যুদ্ধটা কিন্তু সহজ নয়। আমার শরীরে বেশ কষ্ট হয়েছে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে করোনা আক্রান্ত হয়েই তিনি কিছু লেখেননি। সুস্থ হওয়ার পর তিনি নিজের কথা শেয়ার করেছেন সকলের সঙ্গে। তাঁর ফ্যানেরা অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা আক্রান্ত হয়েছিলেন বলি অভিনেত্রী জেনেলিয়া ! শেয়ার করলেন অভিজ্ঞতা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল