TRENDING:

Gehana Vasisth: রণবীর, বিষ্ণুর পর গহনা, প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে মডেল

Last Updated:

এক দিকে নিন্দা চলছে নগ্ন ফোটোশ্যুট নিয়ে। অন্য দিকে বলি নায়ককে দেখে অনেকেই উদবুদ্ধ হচ্ছেন। তারকারা একই রকম ছবি তুলছেন নিজেদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রণবীর সিংয়ের পর গহনা বশিষ্ঠ। শরীরের নিম্নাঙ্গে অন্তর্বাস ছাড়া আর কোথাও একফালি কাপড় নেই। অর্ধ নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন মডেল-অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন গহনা।
advertisement

দেখা যাচ্ছে, শৌচালয়ে একটি কাচের দরজার পাশে দাঁড়িয়ে তিনি। দরজা দিয়ে খানিক আড়াল করেছেন নিজের বক্ষ। নিম্নাঙ্গে একটি লাল রঙের অন্তর্বাস। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। অঙ্গভঙ্গি করছেন মডেল। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান।

রণবীরের নগ্ন ছবি নিয়ে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে তাঁর নামে একাধিক মামলা দায়ের হয়েছে চেম্বুর থানায়। নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে।

advertisement

আরও পড়ুন: রণবীর সিং-এর অনুপ্রেরণা, অভিনেতা বিষ্ণু বিশালের নগ্ন ছবি, তুললেন স্ত্রী জ্বালা গুট্টা

একই সময়ে আরও এক তামিল অভিনেতা বিষ্ণু বিশাল নগ্ন হয়ে ফোটোশ্যুট করেছেন। ছবিগুলি অবশ্য তুলেছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন: নগ্ন ছবির জন্য 'নারীদের শালীনতায় আঘাত', ৪টি ধারায় মামলা রণবীরের বিরুদ্ধে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক দিকে নিন্দা চলছে নগ্ন ফোটোশ্যুট নিয়ে। অন্য দিকে বলি নায়ককে দেখে অনেকেই উদবুদ্ধ হচ্ছেন। তারকারা একই রকম ছবি তুলছেন নিজেদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gehana Vasisth: রণবীর, বিষ্ণুর পর গহনা, প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে মডেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল