দেখা যাচ্ছে, শৌচালয়ে একটি কাচের দরজার পাশে দাঁড়িয়ে তিনি। দরজা দিয়ে খানিক আড়াল করেছেন নিজের বক্ষ। নিম্নাঙ্গে একটি লাল রঙের অন্তর্বাস। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। অঙ্গভঙ্গি করছেন মডেল। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান।
রণবীরের নগ্ন ছবি নিয়ে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে তাঁর নামে একাধিক মামলা দায়ের হয়েছে চেম্বুর থানায়। নায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নগ্ন ছবির জন্য 'নারীদের ভাবাবেগে আঘাত' লেগেছে।
আরও পড়ুন: রণবীর সিং-এর অনুপ্রেরণা, অভিনেতা বিষ্ণু বিশালের নগ্ন ছবি, তুললেন স্ত্রী জ্বালা গুট্টা
একই সময়ে আরও এক তামিল অভিনেতা বিষ্ণু বিশাল নগ্ন হয়ে ফোটোশ্যুট করেছেন। ছবিগুলি অবশ্য তুলেছেন তাঁর স্ত্রী।
আরও পড়ুন: নগ্ন ছবির জন্য 'নারীদের শালীনতায় আঘাত', ৪টি ধারায় মামলা রণবীরের বিরুদ্ধে
এক দিকে নিন্দা চলছে নগ্ন ফোটোশ্যুট নিয়ে। অন্য দিকে বলি নায়ককে দেখে অনেকেই উদবুদ্ধ হচ্ছেন। তারকারা একই রকম ছবি তুলছেন নিজেদের।