দেখা যাচ্ছে নগ্নিকা গহনা উপুড় হয়ে শুয়ে আছে ৷ গুচ্ছ গুচ্ছ চুল নেমে এসেছে কানের দুপাশ থেকে কাঁধ ছাপিয়ে ৷ বোঝা যাচ্ছে তিনি বিবস্ত্র কিন্তু কোনও গোপনাঙ্গ দেখা যাচ্ছে না ৷ এই অবস্থায় নেটিজেনদের কাছে তাঁর প্রশ্ন, ‘আমায় কি অশ্লীল দেখাচ্ছে?’ তাঁর আরও জিজ্ঞাসা, তাঁকে কি কোনওভাবে সস্তা দেখাচ্ছে? কোনওভাবে তাঁর এই ভিডিয়ো কে কি পর্ন বলে মনে হচ্ছে? জানতে চেয়েছেন গহনা ৷ জোর দিয়ে বলেছেন, ভিডিয়ো করার সময় তাঁর পরনে কিছু ছিল না ৷ তার পরেও কি তাঁকে অশ্লীল বা পর্নোগ্রাফিক বলে মনে হয়েছে? জিজ্ঞাসা বিতর্কিত অভিনেত্রীর ৷
advertisement
‘গন্দি বত’ ওয়েবসিরিজের অভিনেত্রীর কথায়, ওই ভিডিয়োতে তাঁর পরনে কিচ্ছু ছিল না, কিন্তু নেটিজেনরা ভিডিয়োটিকে ‘পর্ন’-এর তকমা দেননি ৷ কিন্তু যখন তিনি জামাকাপড় পরে শ্যুটিং করেছেন তখন তাকে ‘পর্ন’ বলে চিহ্নিত করা হয়েছে ৷ তাঁর কথায়, একে বলে সীমাহীন শঠতা৷
ফেব্রুয়ারি মাসে পর্নে অভিনয় করার মামলায় প্রায় ৪ মাসের জন্য জেল হেফাজতে ছিলেন গহনা। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তিনি। কুন্দ্রা মামলায় আবার তিনি জড়িয়ে পড়লেন জটিলতায় ৷ যদিও গহনার অভিযোগ, তিনি কুন্দ্রাকে সমর্থন করেছেন বলেই তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷ তাঁকে পর্ন মামলায় মিথ্যা করে জড়ানো হয়েছে বলে অভিযোগ গহনার ৷