TRENDING:

Geeta Basra : ছেলের ছবি প্রথম বার শেয়ার করলেন হরভজনপত্নী, জানালেন সদ্যোজাতর নামও

Last Updated:

সামাজিক মাধ্যমে প্রথম বার ছেলের ছবি শেয়ার করলেন গীতা বসরা (Geeta Basra) ৷ গত ১০ জুলাই দ্বিতীয় বার মা হয়েছেন হরভজনপত্নী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড় :  সামাজিক মাধ্যমে প্রথম বার ছেলের ছবি শেয়ার করলেন গীতা বসরা (Geeta Basra) ৷ গত ১০ জুলাই দ্বিতীয় বার মা হয়েছেন হরভজনপত্নী ৷ সংসারে এসেছে নতুন অতিথি, পুত্রসন্তান ৷
advertisement

সোমবার গীতা ফেসবুকে তাঁর মেয়ে হীনায়ার সঙ্গে সদ্যোজাত ছেলের ছবি দিয়েছেন ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘হীরের বীরের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি-জোভান বীর সিং প্লাহা৷’’ অভিনেত্রী ছেলের ছবি শেয়ার করা মাত্র উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ মা ও ছেলেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তাঁরা ৷

ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে গীতা বলেছেন, ‘‘যদি আবার কন্যাসন্তান হত, তা হলে আমি আরও এক বার প্রিয় বন্ধু পেতাম ৷ এ বার ছেলে হয়েছে এবং হরবজন প্রিয় বন্ধু পেয়েছে ৷ তবে হ্যাঁ, আমি অবশ্যই বলব যে হীনায়া হওয়ার আগে আমার মন বলেছিল পুত্রসন্তান হতে চলেছে ৷ ’’

advertisement

সাক্ষাৎকারে গীতা এও জানান, হীনায়ার জন্মের সময় তাঁর বেশ কঠিন বলে মনে হয়েছিল ৷ কিন্তু দ্বিতীয় বারের অভিজ্ঞতা ভাল ৷ চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মীকে তিনি ধন্যবাদ জানান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গত ১০ জুলাই সামাজিক মাধ্যমে দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর জানান ভাজ্জি ৷ ১৫ তারিখ সদ্যোজাতকে নিয়ে বাড়িতে ফেরেন গীতা ৷ অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হীনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ ২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Geeta Basra : ছেলের ছবি প্রথম বার শেয়ার করলেন হরভজনপত্নী, জানালেন সদ্যোজাতর নামও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল