সোমবার গীতা ফেসবুকে তাঁর মেয়ে হীনায়ার সঙ্গে সদ্যোজাত ছেলের ছবি দিয়েছেন ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘হীরের বীরের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি-জোভান বীর সিং প্লাহা৷’’ অভিনেত্রী ছেলের ছবি শেয়ার করা মাত্র উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ মা ও ছেলেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তাঁরা ৷
ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে গীতা বলেছেন, ‘‘যদি আবার কন্যাসন্তান হত, তা হলে আমি আরও এক বার প্রিয় বন্ধু পেতাম ৷ এ বার ছেলে হয়েছে এবং হরবজন প্রিয় বন্ধু পেয়েছে ৷ তবে হ্যাঁ, আমি অবশ্যই বলব যে হীনায়া হওয়ার আগে আমার মন বলেছিল পুত্রসন্তান হতে চলেছে ৷ ’’
advertisement
সাক্ষাৎকারে গীতা এও জানান, হীনায়ার জন্মের সময় তাঁর বেশ কঠিন বলে মনে হয়েছিল ৷ কিন্তু দ্বিতীয় বারের অভিজ্ঞতা ভাল ৷ চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মীকে তিনি ধন্যবাদ জানান ৷
গত ১০ জুলাই সামাজিক মাধ্যমে দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর জানান ভাজ্জি ৷ ১৫ তারিখ সদ্যোজাতকে নিয়ে বাড়িতে ফেরেন গীতা ৷ অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হীনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ ২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷