‘গাঁটছড়া’য় জুটি বেঁধেছেন চলেছেন গৌরব ও শ্রীপর্ণা। অনেকেই ভেবেছিলেন খড়ি রূপে ফিরেছেন তিনি। কিন্তু তা নয়। তাঁর চরিত্রের নাম রুক্মিণী সেনগুপ্ত। তাঁর চরিত্রটিকে শুরুতে দেখা গিয়েছিল নেগেটিভ শেডে। পরে অবশ্য় তা বদলায়। এর আগে ‘মুকুট’ ধারাবাহিকে দোলের চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। কিন্তু কিছু সমস্যার জন্য তিনি মেগা থেকে সরে যান। তারপর কয়েকটা দিন যেতে না যেতেই আবার তাকে ‘গাঁটছড়া’য় নতুন রূপে দেখে দর্শকরা। তার আগে ‘কড়িখেলা’তেও নজর কেড়েছিলেন তিনি।
advertisement
বিয়েতে সাবেকি সাজেই সাজবেন শ্রীপর্ণা। লাল বেনারসি পরবেন। জোরকদমে চলছে প্রস্তুতি। তিনি প্রথম থেকেই ডাক্তার পাত্র চেয়েছিলেন। আর অভিনেত্রীর স্বামী কিন্তু মেডিক্যাল পেশার সঙ্গেই যুক্ত। তাঁর বিয়ে হচ্ছে চন্দননগরে। এদিকে শোনা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর বিয়ে করছেন সন্দীপ্তা-সৌম্য। ২ ডিসেম্বর আংটি বদল করবেন তাঁরা। আপাতত টলিপাড়ার অন্দরে জোরকদমে সানাইয়ের সুর।