TRENDING:

Tollywood Gossip: সন্দীপ্তার পরে শ্রীপর্ণা! ফের টলিউডে ফুটছে বিয়ের ফুল, নভেম্বরের শেষেই চারহাত এক, শুভ পরিণয় টুসুর

Last Updated:

বিয়েতে সাবেকি সাজেই সাজবেন শ্রীপর্ণা। লাল বেনারসি পরবেন। জোরকদমে চলছে প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিপাড়ায় একের পর এক বিয়ের মরসুম। পুজোর পরেই বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে শুধু সন্দীপ্তা নন। ঘর বাঁধতে চলেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এতদিন তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা সামনে আসেনি। তবে এবার টলিপাড়ার অন্দরে ঘুরপাক খাচ্ছে ‘গাঁটছড়া’র ‘রুক্মিণী’র বিয়ের খবর।
advertisement

‘গাঁটছড়া’য় জুটি বেঁধেছেন চলেছেন গৌরব ও শ্রীপর্ণা।  অনেকেই ভেবেছিলেন খড়ি রূপে ফিরেছেন তিনি। কিন্তু তা নয়। তাঁর চরিত্রের নাম রুক্মিণী সেনগুপ্ত। তাঁর চরিত্রটিকে শুরুতে দেখা গিয়েছিল নেগেটিভ শেডে। পরে অবশ্য় তা বদলায়। এর আগে ‘মুকুট’ ধারাবাহিকে দোলের চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। কিন্তু কিছু সমস্যার জন্য তিনি মেগা থেকে সরে যান। তারপর কয়েকটা দিন যেতে না যেতেই আবার তাকে ‘গাঁটছড়া’য় নতুন রূপে দেখে দর্শকরা। তার আগে ‘কড়িখেলা’তেও নজর কেড়েছিলেন তিনি।

advertisement

বিয়েতে সাবেকি সাজেই সাজবেন শ্রীপর্ণা। লাল বেনারসি পরবেন। জোরকদমে চলছে প্রস্তুতি। তিনি প্রথম থেকেই ডাক্তার পাত্র চেয়েছিলেন। আর অভিনেত্রীর স্বামী কিন্তু মেডিক্যাল পেশার সঙ্গেই যুক্ত। তাঁর বিয়ে হচ্ছে চন্দননগরে।  এদিকে শোনা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর বিয়ে করছেন সন্দীপ্তা-সৌম্য। ২ ডিসেম্বর আংটি বদল করবেন তাঁরা। আপাতত টলিপাড়ার অন্দরে জোরকদমে সানাইয়ের সুর।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Gossip: সন্দীপ্তার পরে শ্রীপর্ণা! ফের টলিউডে ফুটছে বিয়ের ফুল, নভেম্বরের শেষেই চারহাত এক, শুভ পরিণয় টুসুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল