সিনেমার ট্রেলারে (Gangubai Kathiawadi Trailer) রাজিয়াবাইয়ের মাত্র কয়েকটি দৃশ্যই দেখানো হয়েছে এবং তাতেই দর্শকদের মন জয় করেছেন বিজয় রাজ। বিজয় রাজকে সেরা অভিনেতা হিসেবে মান্যতাও দিয়েছেন অনেক চলচ্চিত্রপ্রেমী। বিজয় রাজ নিজের অন্যধরনের অভিনয়ের জন্য ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্রে নিজের ছাপ রেখে গিয়েছেন। রাজিয়া বাইয়ের (Gangubai Kathiawadi Trailer) চরিত্র কীভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন তা দেখার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই আর।
advertisement
আরও পড়ুন- যৌনকর্মী থেকে মাফিয়া! বড় পর্দায় কবে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি?
বিজয় রাজ নিজের অভিনয়ের জন্য প্রশংসিত হলেও নির্মাতাদের পছন্দ এবং কাস্টিং নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। বিজয় রাজ নন, এর কারণ হল রূপান্তরকামী প্রসঙ্গ। বিজয় রাজের চরিত্র রাজিয়া বাই-এর ভূমিকায় অভিনয়ের জন্য কেন সত্যিই কোনও রূপান্তরকামীকে বেছে নেওয়া হল না এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
নেটিজেনদের একাংশ বলছে, এই চরিত্রের জন্য একজন পুরুষকে বেছে নেওয়ার চেয়ে একজন ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সুযোগ দিলে চরিত্রটি বিশ্বাসযোগ্য হত। এক নেটিজেন লিখেছেন- “একজন পুরুষকে ট্রান্সসেক্সুয়াল চরিত্রে কাস্ট করা কি এবার বন্ধ করতে পারে বলিউড? ২০২২ সাল এটা এবং আমি নিশ্চিত যে আমাদের দেশে যথেষ্ট প্রতিভা রয়েছে। একজন ট্রান্সজেন্ডার ব্যক্তিও সর্বোত্তমভাবে রূপান্তরকামীর চরিত্র ফুটিয়ে তুলতে পারে।”
আরও পড়ুন- গাঙ্গুবাইকে ৫০০ টাকায় বিক্রি করেছিল স্বামী! মুম্বইয়ে আজও তাঁর মূ্র্তি উজ্জ্বল
অন্য একজন আবার লিখেছেন, “সবই সুযোগ পাওয়ার ব্যাপার। রূপান্তরকামীদের চরিত্র নিয়ে গল্প লেখা হয়, সিনেমা হয়। কিন্তু সেই সিনেমায় রূপান্তরকামীরা অভিনয় করার সুযোগও পান না।”
বিজয় রাজ এমন কঠিন চরিত্রকে কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন তাই এখন প্রশ্ন। আর তা জানতে অপেক্ষা করতে হবে কয়েক দিন।