বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিজের সোশ্যাল মিডিয়ায় গণপতির একটি ছবি পোস্ট করে লেখেন- ভগবান গণেশকে বাড়িতে আনার পর থেকেই আমাদের মন আনন্দে ভরে উঠেছে৷ তিনি যেন সমস্ত বাধা বিপত্তি দূর করেন৷ আমাদের মন ও জীবনকে খুশিতে ভরিয়ে দেন৷
আরও পড়ুন- চরম ঘনিষ্ঠতায় মত্ত সলমন! সোমির সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
আরও পড়ুন- শুধু বসে থাকলেই কমবে কোলেস্টেরল! মাত্র ৭ দিনেই ম্যাজিকের মতো ঝরবে ওজনও, জানুন কী করবেন
অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা নিজের ইন্সটা স্টোরিতে গণপতির ছবি শেয়ার করে সমস্ত ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতি বছরের মতো এবছরও নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে বরণ করেছেন শিল্পা শেট্টি। গণপতি বাপ্পার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, তিনি আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর বিকেলে লাইভ করবেন। তিনি সমস্ত ভক্তদের তাঁর সঙ্গে লাইভে যোগ দেওয়ার অনুরোধ করেছেন যাতে তাঁরাও গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে পারেন।
সঞ্জয় দত্ত নিজের ইন্সটা স্টোরিতে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের৷
গণেশ চতুর্থীতে বলি নায়িকা অনুষ্কা শর্মাও গণপতি বাপ্পার একটি সুন্দর ছবি শেয়ার করেছেন এবং তাঁর সমস্ত ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ।
প্রতি বছরের মতো এবারও মুম্বইয়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। বলিউড সেলিব্রিটিরাও খুব ধুমধাম করে এই উৎসবটি উদযাপন করেন।