যখন পুলিশ দল একটি অভিযোগের ভিত্তিতে হোটেলে পৌঁছায়, তখনও হোটেলের প্রাঙ্গনে মৃত অবস্থায় পড়ে ছিলেন দিব্যা। এবং পাহুজার মৃতদেহ যেখানে ছিল, সেই তলারই একটি রুমে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেটা ভুল ঘর। প্রাক্তন প্রেমিক এবং গুরুগ্রামের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার সন্দীপ গাদোলিকে হত্যায় অভিযুক্ত ছিলেন দিব্যা। তিনি ২০১৬ সালে মুম্বইতে একটি তথাকথিত ভুয়ো পুলিশি এনকাউন্টারে গাদোলিকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ ছিল।
advertisement
আরও পড়ুন: খোলা পড়ে আছে চিপসের প্যাকেট? সেই সময়ে খাবারের মধ্যে কী কী ঘটে চলেছে জানেন! তথ্যে চমকে যাবেন
মঙ্গলবার রাতে গুরুগ্রামের একটি শহরের হোটেলে দিব্যাকে গুলি করে হত্যা করার অভিযোগ হোটেল মালিক অভিজিৎ সিংয়ের বিরুদ্ধে। তিনি ছাড়াও হোটেলের অন্য দুই কর্মী, ওম প্রকাশ এবং হেমরাজকে বুধবার গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তিনজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, দিব্যা হোটেল মালিককে ব্ল্যাকমেল করছিলেন এবং তার কিছু অশ্লীল ভিডিও এবং ছবির বিনিময়ে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ। রিপোর্ট অনুসারে, সিং, অর্থাৎ মূল অভিযুক্ত এই ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন।
অনুপ গুপ্ত, যিনি হোটেলটি সিংয়ের কাছ থেকে লিজ নিয়েছিলেন, তিনিই পুলিশকে খবর জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেলে একজন মহিলার দেহ পাওয়া গিয়েছে। শুধুমাত্র ১১৪ নম্বর রুমটি চেক করা হয়েছিল বলে জানা যায়। হোটেলের প্রথম তলার ওই ঘরটি স্থায়ীভাবে সিংয়ের নামে সংরক্ষিত থাকে। তবে সন্দেহজনক কিছু না পাওয়ায় তারা সেখান থেকে চলে যায়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ১১১ নম্বর রুমে পড়ে ছিল, যেটা সেই তলাতেই ছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর, রাত ১০:৪২ টার দিকে হোটেলের আলো নিভিয়ে দেওয়া হয়। সিং তাঁর এক বন্ধু এবং দুই কর্মীকে সঙ্গে নিয়ে মৃতদেহটিকে একটি সাদা চাদরে মুড়িয়ে একটি গাড়িতে নিয়ে যান। সিসিটিভি ফুটেজের উল্লেখ করে এমনটাই জানিয়েছে পুলিশ সূত্র।
এরপর রাত ১১টায় পাহুজার বাবা-মা পুলিশে ফোন করে মেয়ের নিখোঁজ হওয়ার খবর দেন। পুলিশের একটি দল ফের হোটেলে যায় এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। যাতে দেখা যায়, একটি দেহকে প্রথম তলা থেকে টেনে এনে গাড়িতে রাখা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানান, গাড়িটি সিংয়ের বন্ধু অজয় মেহতার নামে। পঞ্জাবের পাতিয়ালার একটি বাস স্ট্যান্ডে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু মৃতদেহটি এখনও পাওয়া যায়নি।