advertisement
অপ্সরা থিয়েটার সিনেমা হলের ভিতরেই আগুন লাগে। দু’টি সারি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এনটিআর-এর ভক্তদের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বার করা হয়। যদিও এর মাঝেই ভক্তদের একদল ব্যালকনিতে দাঁড়িয়ে অগ্নিকাণ্ড দেখছিলেন। জানা গিয়েছে, ভক্তদের মধ্যে কেউ কেউ হলের ভিতরে বাজি ফাটাচ্ছিলেন। তার পরেই আগুন ধরে যায় প্রেক্ষাগৃহে।
আরও পড়ুন: যেন আমি নির্বাচনে জিতেছি! মাঝে মাঝে ফোন ছুড়ে ফেলে দিই, কেন এ কথা বলেন অরিজিৎ!
আরও পড়ুন: পাশে দাঁড়িয়ে ঐশ্বর্য, জনসমক্ষে বেয়ানের হাত এক ধাক্কা সরালেন জয়া? ভাইরাল ভিডিও!
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, হল কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশকর্মীরা মানুষের সাহায্যে ব্যস্ত রয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তুমুল নিন্দা করেন ভক্তদের। তাঁদের আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। ভক্তদের অতি উৎসাহ এবং অসাবধানতাকে সমালোচনা করা হয়।
‘সিমহাদরি’ ছবিটিও পরিচালক এসএস রাজামৌলীর। জুনিয়র এনটিআর অভিনয় করেছিলেন এখানে। অভিনেতার জন্মদিনে ছবিটি ফের মুক্তি পেতেই দলে দলে ভক্তের ভিড় হয় সিনেমা হলে। সকলে মিলে তাঁর জন্মদিন পালনে ব্যস্ত হয়ে পড়েন বলেই এমন কাণ্ড!