TRENDING:

মহিলা স্টাইলিস্টকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ বলি গায়ক রাহুলের বিরুদ্ধে

Last Updated:

মুম্বইয়ের আন্ধেরিতে রাহুলের আবাসনে পৌঁছন মহিলা। রাহুল তাঁকে নিজের শোওয়ার ঘরে নিয়ে যান আলমারি ভর্তি জামাকাপড় দেখানোর অজুহাতে। তার পরেই রাহুল ওই মহিলাকে ধর্ষণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ধর্ষণের অভিযোগ বলি গায়ক রাহুল জৈনের বিরুদ্ধে। এফআইআর দায়ের করেছে মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ। ৩০ বছরের এক মহিলা কস্টিউম স্টাইলিস্টকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও রাহুল এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন।
advertisement

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে গত ১১ অগাস্ট। তার আগেই রাহুল ইনস্টাগ্রামে তাঁকে যোগাযোগ করেছেন নাকি। এবং গায়ক তাঁর কাজের প্রশংসা করে দেখা করতে বলেছেন। মহিলার অভিযোগ, গায়ক তাঁকে তাঁর ব্যক্তিগত স্টাইলিস্ট হিসেবে কাজ করার প্রস্তাব দেন।

আরও পড়ুন: একসঙ্গে হার্ট অ্যাটাক-ব্রেন ড্যামেজ! এখন কেমন আছেন রাজু শ্রীবাস্তব, জানাল পরিবার

advertisement

অভিযোগপত্রে লেখা হয়, মুম্বইয়ের আন্ধেরিতে রাহুলের আবাসনে পৌঁছন মহিলা। রাহুল তাঁকে নিজের শোওয়ার ঘরে নিয়ে যান আলমারি ভর্তি জামাকাপড় দেখানোর অজুহাতে। তার পরেই রাহুল ওই মহিলাকে ধর্ষণ করেন। মহিলার অভিযোগ, রাহুল এমনকি প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন।

আরও পড়ুন: ১৩ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় , চিকিৎসক এবং তাঁর স্ত্রীকে বিশেষ ধন্যবাদ নায়িকার

advertisement

রাহুল অবশ্য এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তাঁর কথায়, এর আগে যে মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত, প্রতারণার অভিযোগ তুলেছিলেন, তাঁর সঙ্গে এই মহিলার যোগাযোগ রয়েছে বলে দাবি গায়কের। রাহুল বললেন, ''তখন আমি সুবিচার পেয়েছি। এ বারও এই মহিলাকে আমি চিনি না। নিশ্চয়ই এরা দু'জন দু'জনকে চেনে।''

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহিলা স্টাইলিস্টকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ বলি গায়ক রাহুলের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল