TRENDING:

Filmfare Awards Bangla 2024 : সেরা অভিনেতা থেকে সেরা ছবি কার ঝুলিতে গেল ব্ল্যাক লেডি! দেখে নিন ফিল্মফেয়ার বাংলার বিজয়ীদের তালিকা

Last Updated:

Filmfare Awards Bangla 2024 : বিনোদন জগতের অন্যতম পুরষ্কার হল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের সেরা পুরস্কারগুলির মধ্যে অন্যতম ফিল্মফেয়ার। কার কার ঝুলিতে গেল ব্ল্যাক লেডি? দেখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিনোদন জগতের অন্যতম পুরষ্কার হল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের সেরা পুরস্কারগুলির মধ্যে অন্যতম ফিল্মফেয়ার। তবে কয়েক বছর হল বাংলার ছবির কলাকুশলীদের জন্য এই জন্যও এই পুরস্কারে আয়োজন করা হয়। শুক্রবার বাইপাস লাগোয়া এক সাততারা হোটেলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। সেখানেই প্রকাশ্যে এসেছে বিজয়ীদের নাম।
advertisement

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের থেকে শুরু করে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসানের ঝুলিতে এসেছে ব্ল্যাক লেডি। ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। নমিনেশনের তালিকায় দেবের সিনেমা প্রধান ও বাঘাযতীনও ছিল। পাশাপাশি তিনিও নিজেও ছিলেন তালিকায়। তবে এখানেই শেষ নয়, আসল চমক হল সেরা নবাগতা অভিনেত্রীর তালিকায় ছিলেন দেবের ‘প্রধান’-এর সহ-অভিনেত্রী সৌমিতৃষা ও দেবের ‘বাঘাযতীন’-এর নায়িকা সৃজা দত্তও।

advertisement

আরও পড়ুন : জোর টক্কর অরিজিৎ-অনুপমের, ফিল্মফেয়ারে মনোনীত সৌমিতৃষাও! দেখে নিন ফিল্মফেয়ারে মনোনয়নের চমক লাগানো তালিকা

দেখে নিন ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকায় 

সেরা অভিনেতা (সমালোচক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)

advertisement

সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা ছবি (সমালোচক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)

সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)

জীবনকৃতি সম্মান: প্রভাত রায়

সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)

advertisement

সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)

সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষপাতা)

সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)

সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)

সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী ( কাবুলিওয়ালা)

সেরা পোশকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য ( মায়ার জঞ্জাল)

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুরের 'এই' জায়গায় বসছে রাজস্থানী পুতুলের 'মেলা', আসতেন বলিউড তারকারাও
আরও দেখুন

সেরা সম্পাদক: সুমিত ঘোষ ( মায়ার জঞ্জাল)

বাংলা খবর/ খবর/বিনোদন/
Filmfare Awards Bangla 2024 : সেরা অভিনেতা থেকে সেরা ছবি কার ঝুলিতে গেল ব্ল্যাক লেডি! দেখে নিন ফিল্মফেয়ার বাংলার বিজয়ীদের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল