TRENDING:

Filmfare Awards 2024: সেরা অভিনেতা রণবীর, সেরা ছবি 12th Fail! শেষ হাসি হাসলেন কারা? রইল বিজয়ীদের তালিকা

Last Updated:

Filmfare Awards 2024: রবিবার রাতে গুজরাতে বসেছিল সেই বহু প্রতীক্ষিত পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের আসর। 12th Fail থেকে শুরু করে রণবীর-আলিয়ার জয়জয়কার ফিল্মফেয়ারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইঃ অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪। রবিবার রাতে গুজরাতে বসেছিল সেই বহু প্রতীক্ষিত পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের আসর। 12th Fail থেকে শুরু করে রণবীর-আলিয়ার জয়জয়কার ফিল্মফেয়ারে। কে কোন পুরস্কার জিতলেন, সেই তালিকাই দেখে নেওয়া যাক।
advertisement

সেরা ছবি (পপুলার):

12th Fail – বিজয়ী

জওয়ান

ওএমজি ২

পাঠান

রকি অওর রানি কি প্রেম কাহানি

আরও পড়ুনঃ শুধুমাত্র ৭ দিন! কোমর-পিঠের ব্যথা থাকবে নিয়ন্ত্রণে! ৪ ‘ঘরোয়া’ টোটকা করবে ‘জাদু’

সেরা ছবি (ক্রিটিকস):

জোরাম – বিজয়ী

advertisement

12th Fail

ভিড়

ফারাজ

স্যাম বাহাদুর

থ্রি অফ আস

জিগাটো

সেরা চিত্র পরিচালক:

বিধু বিনোদ চোপড়া (12th Fail) – বিজয়ী

আমির রাই (ওএমজি ২)

অ্যাটলি (জওয়ান)

করণ জোহর (রকি অওর রানি কি প্রেম কাহানি)

সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল)

সিদ্ধার্থ আনন্দ (পাঠান)

মুখ্য চরিত্রে সেরা অভিনেতা:

রণবীর কাপুর (অ্যানিম্যাল) – বিজয়ী

advertisement

রণবীর সিং (রকি অওর রানি কি প্রেম কাহানি)

শাহরুখ খান (ডাঙ্কি)

শাহরুখ খান (জওয়ান)

সানি দেওল (গদর ২)

ভিকি কৌশল (স্যাম বাহাদুর)

সেরা অভিনেতা (ক্রিটিকস):

বিক্রান্ত মাসে (12th Fail) – বিজয়ী

অভিষেক বচ্চন (ঘুমর)

জয়দীপ আহলাওয়ত (থ্রি অফ আস)

মনোজ বাজপেয়ী (জোরাম)

পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২)

রাজকুমার রাও (ভিড়)

advertisement

ভিকি কৌশল (স্যাম বাহাদুর)

মুখ্য ভূমিকায় সেরা অভিনেতা (মহিলা)

আলিয়া ভাট (রকি অওর রানি কি প্রেম কাহানি) – বিজয়ী

ভূমি পেডনেকর (থ্যাঙ্ক ইউ ফর কামিং)

দীপিকা পাড়ুকোন (পাঠান)

কিয়ারা আডবানি (সত্যপ্রেম কি কথা)

রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

তাপসী পান্নু (ডাঙ্কি)

সেরা অভিনেত্রী (ক্রিটিকস):

শেফালি শাহ (থ্রি অফ আস) – বিজয়ী

advertisement

রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) – বিজয়ী

দীপ্তি নাভাল (গোল্ডফিশ)

ফতিমা সানা শেখ (ধক ধক)

সায়ামি খের (ঘুমর)

সাহানা গোস্বামী (জিগ্যাটো)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ):

ভিকি কৌশল (ডাঙ্কি) – বিজয়ী

আদিত্য রাওয়াল (ফারাজ)

অনিল কাপুর (অ্যানিম্যাল)

ববি দেওল (অ্যানিম্যাল)

ইমরান হাশমি (টাইগার ৩)

টোটা রায়চৌধুরী (রকি অওর রানি কি প্রেম কাহানি)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী:

শাবানা আজমি (রকি অওর রানি কি প্রেম কাহানি) – বিজয়ী

জয়া বচ্চন (রকি অওর রানি কি প্রেম কাহানি)

রত্না পাঠক শাহ (ধক ধক)

শাবানা আজমি (ঘুমর)

তৃপ্তি দিমরি (অ্যানিম্যাল)

ইয়ামি গৌতম (ওএমজি ২)

সেরা লিরিক্স:

অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে – জারা হাটকে জারা বাচকে) – বিজয়ী

অমিতাভ ভট্টাচার্য (তুম ক্যয়া মিলে – রকি অওর রানি কি প্রেম কাহানি)

গুলজার (ইতনি সি বাত – স্যাম বাহাদুর)

জাভেদ আখতার (নিকলে থে কভি হাম ঘর সে – ডানকি)

কুমার (চলেয়া – জওয়ান)

সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা – অ্যানিম্যাল)

স্বানন্দ কিরকিরে আর আইপি সিং (লুট পুট গ্যয়া – ডানকি)

সেরা মিউজিক অ্যালবাম:

অ্যানিম্যাল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়স পুরানিক, জানি, ভূপিন্দর বব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগল) – বিজয়ী

ডাঙ্কি (প্রীতম)

জওয়ান (অনিরুদ্ধ রবিচন্দর)

পাঠান (বিশাল এবং শেখর)

রকি অওর রানি কি প্রেম কাহানি (প্রীতম)

তু ঝুটি ম্যায় মাক্কার (প্রীতম)

জারা হাটকে জারা বাচকে (সচিন-জিগর)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ):

ভূপিন্দর বব্বল (অর্জন ভেইলি – অ্যানিম্যাল) – বিজয়ী

অরিজিৎ সিং (লুট পুট গ্যয়া – ডাঙ্কি)

অরিজিৎ সিং (সতরঙ্গা – অ্যানিম্যাল)

সোনু নিগম (নিকলে থে কভি হাম ঘর সে – ডাঙ্কি)

বরুণ জৈন, সচিন-জিগর, শাদাব ফরিদি, আলতামাশ ফরিদি (তেরে ওয়াস্তে ফলক – জারা হাটকে জারা বাচকে)

সেরা প্লেব্যাক গায়ক (মহিলা):

শিল্পা রাও (বেশরম রঙ – পাঠান) – বিজয়ী

দীপ্তি সুরেশ (আরারারি রারো – জওয়ান)

জোনিতা গান্ধী (হে ফিকর – ৮ এ এম মেট্রো)

শিল্পা রাও (চলেয়া -জওয়ান)

শ্রেয়া ঘোষাল (তুন ক্যয়া মিলে – রকি অওর রানি কি প্রেম কাহানি)

শ্রেয়া ঘোষাল (ভে কমলেয়া – রকি অওর রানি কি প্রেম কাহানি)

সেরা গল্প:

অমিত রাই (ওএমজি ২) – বিজয়ী

অনুভব সিনহা (ভিড়)

অ্যাটলি (জওয়ান)

দেবাশিস মাখিজা (জোরাম)

ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় (রকি অওর রানি কি প্রেম কাহানি)

করণ শ্রীকান্ত শর্মা (সত্যপ্রেম কি কথা)

পারিজাত জোশি এবং তরুণ দুদেজা (ধক ধক)

সিদ্ধার্থ আনন্দ (পাঠান)

সেরা স্ক্রিনপ্লে:

বিধু বিনোদ চোপড়া (12th Fail) – বিজয়ী

অমিত রাই (ওএমজি ২)

ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় (রকি অওর রানি কি প্রেম কাহানি)

ওমকার অচ্যুৎ বারভে, অর্পিতা চট্টোপাধ্যায় এবং অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)

সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রণয় রেড্ডি ভাঙ্গা এবং সুরেশ বান্ডারু (অ্যানিম্যাল)

শ্রীধর রাঘবন (পাঠান)

সেরা সংলাপ:

ঈশিতা মৈত্র (রকি অওর রানি কি প্রেম কাহানি) – বিজয়ী

আব্বাস টায়ারওয়ালা (পাঠান)

অমিত রাই (ওএমজি ২)

সুমিত অরোরা (জওয়ান)

বরুণ গ্রোভার, শোয়েব জুলফি নাজির (থ্রি অফ আস)

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিধু বিনোদ চোপড়া (12th Fail)

বাংলা খবর/ খবর/বিনোদন/
Filmfare Awards 2024: সেরা অভিনেতা রণবীর, সেরা ছবি 12th Fail! শেষ হাসি হাসলেন কারা? রইল বিজয়ীদের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল