এই লাইভেই বিস্ফোরক অভিযোগ আনেন সুদেষ্ণা, টেকনিশিয়ানদের অসহযোগিতায় তিনি শুটিং শুরু করতে পারলেন না বলে জানান তিনি। এই প্রসঙ্গে ফেসবুক লাইভে তিনি বলেন, কুড়ি বছর পুরনো প্রোডাকশন ম্যানেজার কয়েকদিন আগে হঠাৎই প্রজেক্ট থেকে বেরিয়ে যান। বুধবার থেকে ছবির শুটিং শুরুর কথা ছিল।
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই সব গান সুপারহিট!কোটি কোটি টাকা আয়, এমনই কামাল করলেন মিউজিক ডিরেক্টর
advertisement
ছবির নাম ‘স্বপ্ন হলেও সত্যি’। পরিচালনার দায়িত্বে অভিজিত্ গুহ আর সুদেষ্ণা রায়। ছবির অন্যতম প্রধান মুখ অপরাজিতা আঢ্য। এখানেই ঘোরা ফেরা করছে একটা প্রশ্ন, ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাত কি আরও একবার স্পষ্ট হল? প্রসঙ্গত, ফেডারেশনের অকারণ হস্তক্ষেপ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। তাঁকে সমর্থন জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী, সুব্রত সেন, সুদেষ্ণা রায়-সহ ১৫ জন পরিচালক।
তাঁরা সম্মিলিত ভাবে আদালতে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই মামলার দু’টি শুনানি হয়েছে। আগামী শুনানি ১৯ মে। শুনানিতে বার বার বলা হয়েছে, পরিচালকদের কাজে ফেডারেশন হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু, তারপরেও এই ধরনের ঘটনা ঘটায় কার্যত স্তম্ভিত পরিচালক সুদেষ্ণা রায়। এই বিষয়ে ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের বক্তব্য, “এখনও পর্যন্ত আমাদের কাছে এরকম কোনও অভিযোগ আসেনি।” কিন্তু, শুটিং বন্ধে প্রবল আতান্তরে পড়েছেন পরিচালক।