TRENDING:

Fighter: 'ফাইটার' হয়ে হৃত্বিক পেলেন ৮৫ কোটি টাকা, আর দীপিকা? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে!

Last Updated:

Fighter: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারটি নিয়ে উন্মাদনা তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখেই মুক্তি পেয়েছে ফাইটার। হৃতিক রোশন তাঁর ছবির মাধ্যমে উসকে দিয়েছেন দেশাত্মবোধের চেতনাকে। বক্স অফিসেও ভালই সাড়া পাচ্ছে এই ছবি। তবে সোমবার আসতেই হুড়মুড়িয়ে অনেকটাই কমেছে আয়ের পরিমাণ।
হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন
হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন
advertisement

বিশেষজ্ঞরা বলছেন, রবিবারই ফাইটার ব্যবসা করেছিল ১২০ কোটি টাকার। তখন থেকেই জানা গিয়েছিল এই ছবি সপ্তাহের শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে। যদিও পাঁচদিনে ইতিমধ্যে এই ছবিটি ১২৬ কোটির বেশি আয় করে ফেলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি করে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন কত টাকা পেলেন জানেন?

আরও পড়ুন: টনসিল অপারেশন করাতে গিয়ে মারাত্মক কাণ্ড, আর ঘরে ফেরা হল না! মৃত্যু মীনাক্ষীর!  

advertisement

বলিউড সূত্রে খবর, হৃত্বিক রোশন এই ছবি করে ৮৫ কোটি টাকা পেয়েছেন। কিছুদিন আগেই সিয়াসাত-এর একটি রিপোর্টে বলা হয়, প্রতিটা ছবি করার জন্য হৃত্বিক নেন ৭৫ থেকে ১০০ কোটি টাকা। ফাইটার করার জন্য তিনি নিয়েছেন ৮৫ কোটি। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ফাইটার করে পেয়েছেন ২০ কোটি টাকা। অনিল কাপুর পেয়েছেন ১৫ কোটি টাকা।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। ‘ফাইটার’-এর হাত ধরেই পর্দায় প্রথম জুটি বাঁধলেন হৃতিক এবং দীপিকা। তাঁদের রসায়ন নিয়ে চর্চা নেহাত কম নয়। গত বছরে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। বক্স অফিসে রেকর্ড ভেঙেছিল ছবিটি। এ বারও কি তাই হবে? এখন সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Fighter: 'ফাইটার' হয়ে হৃত্বিক পেলেন ৮৫ কোটি টাকা, আর দীপিকা? টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল