বাংলা ছবির সর্বকালের অন্যতম সেরা নায়িকা সুপ্রিয়া দেবী - সাবিত্রী চট্টোপাধ্যায়, গায়িকা আরতি মুখোপাধ্যায়, পরিচালক তরুণ মজুমদার, সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায় এবং শক্তি বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার মধ্যে দিয়েই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান শুরু হয় ৷ কিংবদন্তীদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী , অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
advertisement
বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্রদের সম্মান প্রদর্শনের ফাঁকেই অবশ্য ‘রেট্রো আউটফিট’-এ র্যাম্প মাতালেন ক্যালেন্ডারের ১২ প্রতিযোগী ৷ প্রথম রাউন্ডে ‘ম্যাক্স’-এর পোশাকে ঝকঝকে এন্ট্রি নিলেন প্রতিযোগিরা ৷ পাশাপাশি সোহিনী বসু ও অঙ্কিতা চৌধুরির রেট্রো ডিজাইন করা পোশাকে সিনেমার সুবর্ণ যুগের স্মৃতিকে ফিরিয়ে এনেছিলেন ক্যালেন্ডার গার্লসরা ৷ অনুষ্ঠান শেষে ক্যালেন্ডারে মুগ্ধ অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘যারা ভবিষ্যৎ ,তারা আজ দেখা করার সুযোগ পেল লেজেন্ডদের সঙ্গে ৷ ফ্যাশন, গ্ল্যামার যাদের হাতে তৈরি হয়েছিল, তাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হল ৷ এই মঞ্চে পা দিল এমন কিছু ছেলেমেয়ে যাদের ভবিষ্যতের টার্গেট হয়তো ওই মানুষগুলো হয়ে ওঠা ৷ তাই আমি এইটুকু বলতে পারি এটা একটা খুব ভালো মুহূর্ত, যেখানে অতীত এবং আগামীর মেলবন্ধন ঘটল ৷ ’’