TRENDING:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার গায়ে হলুদে চাঁদের হাট! খোশমেজাজে পান খাচ্ছেন হবু বাবা রণবীর, ভাইরাল ভিডিও

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত- রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছে৷ সোমবার মুম্বইতে আম্বানির বাসভবনে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি সেরেমনি৷ গায়ে হলুদের অনুষ্ঠানে পান খেয়ে নজর কাড়লেন বলিউড অভিনেতা রণবীর সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ চলতি মাসের ১২-১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান৷ এবার জমে উঠল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের অনুষ্ঠান।
খোশমেজাজে পান খাচ্ছেন হবু বাবা রণবীর
খোশমেজাজে পান খাচ্ছেন হবু বাবা রণবীর
advertisement

ইতিমধ্যেই অনন্ত- রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছে৷ সোমবার মুম্বইতে আম্বানির বাসভবনে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি সেরেমনি৷ অনুষ্ঠানে প্রতিটি মুহূর্ত ছিল নজরকাড়া৷ গায়ে হলুদের অনুষ্ঠানে নজর কাড়লেন বলিউড অভিনেতা রণবীর সিং৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভায়ানি রণবীরের একটি ছবি শেয়ার করেছেন যেখানে অভিনেতাকে হলুদ রঙের কুর্তা ও সাদা রঙের পাটিয়ালা প্যান্ট পরে দেখা গেছে৷ শুধু তাই নয়, হলদি সেরেমনিতে পান খেতেও দেখা গেছে রণবীরকে৷ রণবীরের এই ছবি পোস্ট করে ভাইরাল ভায়ানি লেখেন- ‘রণবীর সিংয়ের অভিব্যক্তি বলে দিচ্ছে পানটা দারুণ ছিল৷ তবে কি অনন্ত আম্বানি-রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে সমস্ত অতিথিদের সুস্বাদু পান দিয়েই স্বাগত জানানো হয়েছে৷ রণবীরের এই পান খাওয়ার ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷’

advertisement

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

শুক্রবার সন্ধ্যায় অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানে ধামাকাদার পারফরম্যান্সের করে সকলকে পাগল করে দিয়েছিলেন রণবীর সিং। অভিনেত্রী তথা স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং৷ রণবীর ছাড়াও, সলমন খান, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পান্ডে, অরি, রাহুল বৈদ্য, দিশা পারমার, উদিত নারায়ণ এবং মানুশি চিল্লার সোমবার আম্বানির বাসভবনে হলদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার গায়ে হলুদে চাঁদের হাট! খোশমেজাজে পান খাচ্ছেন হবু বাবা রণবীর, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল