ফারহান আখতার ২০০০ সালে বিয়ে করেছিলেন অধুনা ভবানীকে। এই বিয়েতে তাঁদের দুই সন্তানও রয়েছে। দুই মেয়েই বেশ বড় হয়ে গিয়েছে। তবে এই বিয়ে ১৬ বছর স্থায়ী হয়। ২০১৬ সালে ফারহান-অধুনার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের আগে থেকেই চর্চায় ছিল ফারহান-শিবানীর(Farhan-Shibani) প্রেম। এবার সেই প্রেম বিয়ের পরিচয় পেল।
১৯ তারিখে সামাজিক বিয়ে হল তাঁদের। ফেব্রুয়ারির ২১ তারিখে হবে কোর্ট ম্যারেজ। আজ ফারহান শিবানীর বিয়েতে বসে ছিল চাঁদের হাট। বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু নামী তারকা। বিয়েতে নাচ করতে দেখা গেছে রিয়া চক্রবর্তীকেও। শিবানীর খুব কাছের বন্ধু রিয়া। সুশান্তের মৃত্যুর সময় রিয়ার হয়ে কথা বলতে দেখা গিয়েছিল শিবানী (Farhan-Shibani)দান্ডেকরকে। শুধু বলিউডের তারকারা নয় এই বিয়েতে সামিল হয়েছে ফারহান আখতারের পরিবারও। না প্রাক্তন স্ত্রীকে দেখা যায়নি বিয়েতে। কিন্তু ফারহানের মেয়েরা ছিলেন এই বিয়েতে। ছিলেন ফারহানের বাবা জাভেদ আখতার।
advertisement
আরও পড়ুন: ছোট চুল, শাড়ি ! পায়েল সরকারের 'হা ডুবে' ভিডিওতে মত্ত নেট দুনিয়া
ছেলে ফারহান দ্বিতীয়বারের জন্য নিজের জীবন নতুন করে শুরু করছে। এ তো সব বাবার কাছেই আনন্দের। আর এই আনন্দের দিনে ছেলে ও নতুন বউমা শিবানীর(Farhan-Shibani) জন্য কবিতা লিখলেন জাভেদ আখতার। শুধু লেখেননি, সেই কবিতা নিজে পড়ে শোনান নব দম্পতিকে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে বলিউডের অনেকেই। বিয়েতে জাভেদ আখতারের কবিতা আলাদা পরিবেশ তৈরি করেছে। শাবানা আজমিও ছিলেন আজকের অনুষ্ঠানে। সকলের আর্শীবাদে এবার নতুন পথ চলা শুরু ফারহান-শিবানীর।