#কলকাতা: পায়েল সরকার (Paayel Sarkar)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথম ছবি 'আই লাভ ইউ' থেকেই সকলের পছন্দের নায়িকা তিনি। দেব থেকে সোহম সকলের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের প্রায় সব জনপ্রিয় পরিচালকের ছবিতেই অভিনয় করেছেন নায়িকা। পায়েল রাজনীতিতেও এসেছেন। তবে অভিনয়টাই তাঁর সব থেকে পছন্দের জায়গা।
২০২২-এ মুক্তি পাবে পায়েল সরকার(Paayel Sarkar) অভিনীত ছবি 'কুলপি'। সেই ছবিতে এক বামনের সঙ্গে ভালবাসার নতুন গল্প বলবেন তিনি। এই ছবির প্রথম লুক ইতিমধ্যেই মানুষের মন জিতেছে। ছবিটির পরিচালনা করছেন বর্ষালী চট্টোপাধ্যায়। নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্র ও পরিচালক দুই জনই মহিলা। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন প্রত্যয় ঘোষ । তিনি বাস্তবজীবনে এবং ছবিতেও বামন। এই ছবি দিয়েই সিনেজগতে পা রাখছেন তিনি। সমাজের নানা বিধিনিষেধ চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন প্রেমের গল্প বলবে এই ছবি। 'কুলপি' ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, চুমকি চৌধুরী প্রমুখ।
View this post on Instagram
তবে এই সব ব্যস্ততার মাঝেও পায়েল(Paayel Sarkar) কিন্তু নিয়মিত অ্যাক্টিভ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে মাঝে মধ্যেই নানা ফটোশ্যুটের ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতি সেখানেই একটি দারুণ ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি 'গেহরাইয়াঁ'। এই ছবিতে দীপিকা ও সিদ্ধান্তের পর্দা কাঁপানো স্টাইলে মু্গ্ধ দর্শক। ছবির গল্প তেমন না হলেও, দীপিকা-সিদ্ধান্তের রসায়ন মন ছুঁয়েছে। এই ছবির গান 'হা ডুবে' এখন ট্রেন্ডিং। বহু সেলেবরাই এই গানে রিল ভিডিও বানাচ্ছেন। এবার সেই পথেই হাঁটলেন পায়েল সরকার।
View this post on Instagram
View this post on Instagram
তাঁকে(Paayel Sarkar) দেখা গেল ফ্লোরাল নিউ প্রিন্টেড শাড়িতে নজর কাড়তে। 'হা ডুবে' গানে ভিডিও পোস্ট করলেন নায়িকা। যা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। বহু মানুষ প্রশংসা করেছেন তাঁর। এই শ্যুটে নজর কেড়েছে পায়েলের শর্ট হেয়ার স্টাইল। ছোট চুলে মন জিতেছেন তিনি। লাইক শেয়ারের সংখ্যাও বেড়ে চলেছে। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Paayel Sarkar, Tollywood, Viral Video