TRENDING:

Farhan Akhtar: ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের

Last Updated:

আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন টু’-এ সম্প্রতি অতিথি ছিলেন ফরহান আখতার (Farhan Akhtar)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন টু’-এ সম্প্রতি অতিথি ছিলেন ফরহান আখতার (Farhan Akhtar) ৷ তাঁকে যে যে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, সে প্রসঙ্গে সেখানে মুখ খোলেন পরিচালক-অভিনেতা ৷ তাঁর উদ্দেশে যা যা কটূক্তি ভেসে এসেছে, সেগুলি এক এক করে পড়েন আরবাজ ৷
advertisement

চূড়ান্ত বিদ্রূপ করা হয়েছে ফরহানের গানের গলা নিয়ে ৷ ব্যঙ্গ করে কেউ কেউ বলেছেন, ফরহান গান গাইলে মনে হয় যেন হাজার ব্যাঙ একসঙ্গে ডাকছে! শুনে ফরহান হেসে বলেছেন, ‘‘এটা আমার সমাজসেবার দীর্ঘায়ত অংশ ৷ আমি চাই মানুষ বাড়িতে থাকুন এবং আমার গান শুনুন ৷’’

রসিকতার পর ফরহান বলেছেন, তিনি খুব ভাল করেই জানেন বলিউডের প্রথাগত প্লেব্যাকের কণ্ঠ তাঁর নেই ৷ প্লেব্যাক গানের জন্য নির্দিষ্ট কিছু গুণাবলী থাকা প্রয়োজন ৷ তাঁর কথায়, ‘‘ আমার দক্ষতা বা কণ্ঠস্বরে সেই গুণ নেই ৷ তাই আমি অন্যদের জন্য গান করি না ৷ আমি নিজে নিজের গান খুব উপভোগ করি এবং এই সব কিছুর জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷’’

advertisement

আরও পড়ুন : সন্তানের নাম কী হবে, ঠিক করতে পারেন শুধু তার বাবা, মা-ই, করিনার পাশে ননদিনী সাবা

ফরহানের কথায় উঠে আসে অন্য একটি প্রসঙ্গও ৷ একটি মন্তব্যে তাঁকে বলা হয়েছে ‘ব্যর্থ নায়ক’৷ ট্রোলারদের দাবি, অভিনেতা হিসেবে ফরহানের নামে পাশাপাশি সফল ছবি হিসেবে ‘ভাগ মিলখা ভাগ’ ছাড়া আর কিছু নেই ৷ এবং এই ছবির সাফল্যের ভাগও ফরহানকে দিতে নারাজ নেটিজেনরা ৷ তাঁদের দাবি, ছবির বিষয়বস্তু মিলখা সিং বলেই সাফল্য এসেছে ৷ উত্তরে ফরহান বলেছেন, ‘‘এই ব্যর্থ নায়কের মাধ্যমেই আপনারা মিলখা সিংয়ের জীবনকাহিনি দেখতে পেরেছেন ৷ আমি তাতেই খুশি ৷’’

advertisement

আরও পড়ুন : সুজানের প্রশংসায় পঞ্চমুখ তাঁর প্রাক্তন জীবনসঙ্গী হৃতিক

সমালোচনা কটূক্তির পাশাপাশি ফরহান বলেছেন তাঁর কাজ নিয়েও ৷ জানিয়েছেন, ‘ডন থ্রি’ তৈরির অনুরোধ তাঁর কাছে বহু বার এসেছে ৷ অনেকেই জানতে চেয়েছেন ‘‘আপনি কবে ডন থ্রি তৈরি করবেন?’’ এমনকি, এই প্রশ্ন তিনি পেয়েছেন কোনও শোকবার্তার প্রেক্ষিতেও ! সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, ‘‘কারওর প্রয়াণে আমি শোকজ্ঞাপন করছি, আর তিনি ডন থ্রি-র কথা জানতে চাইছেন! তাঁরা এটুকুও জানেন না যে একজন মারা গিয়েছেন, তাঁর সম্মানে অন্তত এই ট্যুইটবার্তাটিকে রেহাই দিই!’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নেটিজেনদের আচরণে হতবাক ফরহান ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Farhan Akhtar: ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল