ইনদওরের এক কলেজে মস্ত এক স্টেজ বাঁধা হয়েছিল। যেখানে গান করতে ওঠার কথা ছিল ফারহানের। কলেজ ফেস্ট শুরু হওয়ার আগেই ঝড়ে ভেঙে পড়ল সেই স্টেজ। অনুষ্ঠানের আগেই এই ঘটনা ঘটার কারণে কেউ আহত হননি। আশপাশে কেউ ছিলেন না সেই মুহূর্তে। মঞ্চ ভেঙে পড়তেই ছুটে চলে আসেন সকলে। ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঞ্চ ভেঙে পড়ার মুহূর্ত দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
advertisement
ভিডিওতে শোনা যাচ্ছে, ছুটতে ছুটতে কেউ প্রশ্ন করছেন, ‘ভাই! কারও আঘাত লাগেনি তো!’ অন্য জন বলছেন, ‘না না!’
আরও পড়ুন: চোখে জল, গলা ভারী, লাইভে এসে কান্না রণজয়ের! মাথায় আকাশ ভেঙে পড়ল ভক্তদের
আরও পড়ুন: বলিউডে সফল বাঙালিনী! ‘অনুপমা’র জীবনে এসেছে প্রচুর ঝড়, জেনে নিন রুপালির গল্প
গত মার্চ মাসের ২১ তারিখ ইনদওরের সুশীলা দেবী বনশাল কলেজের অফিশিয়াল পেজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে। এই সপ্তাহেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফারহানের ব্যান্ড ‘ফারহান লাইভ’-এর। তার আগেই মঞ্চ ভেঙে চুরমার। এর আগে তাঁর মেলবোর্ন এবং সিডনির অনুষ্ঠানও বাতিল হয়ে গিয়েছে। শেষবার তিনি পুণেতে গান গেয়ে এসেছেন।