TRENDING:

কানাডার রাস্তায় ক্যাটরিনা কাইফকে হেনস্থা !

Last Updated:

বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টরেন্টো: বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা কাইফ৷ তাই ক্যাটরিনা কিছুটা হতবাক, কিছুটা ভিত ৷ ক্যাটরিনার সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ছাড় পাবেন কীভাবে ? এরকমটাই বার বার বলতে শোনা গেল ক্যাটের মুখে ৷
advertisement

কাণ্ডটা হল, ক্যাটরিনা আপাতত ব্যস্ত রয়েছেন সলমন খানের দাবাং ট্যুরে ৷ সলমনের এই দাবাং ট্যুর মানেই বিনোদন একশো শতাংশ ৷ এই ট্যুরে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন জ্যাকলিন, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ানের মতো নামি-দামি বলিউড তারকারা ৷ এত জনের মাঝে ক্যাটরিনার সঙ্গেই ঘটে গেল এরকম কাণ্ড !

আরও পড়ুন 

advertisement

টপলেস হলেন ইলিয়ানা ! তুমুল শোরগোল ইনস্টাগ্রামে

ভ্যানকুভারের রাস্তা দিয়ে সকাল সকাল নিজের ম্যানেজারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন ক্যাটরিনা ৷ হঠাৎ করেই ক্যাটরিনাকে ঘিরে ধরে প্রায় জন সাতেক লোকজন ৷ ভিড় জমতে থাকে ক্রমশই ৷ লোকজনের আবদার, ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতেই হবে ! প্রথমে কয়েকটা সেলফি ক্যাট তুললেও, পরের দিকে ক্যাট একটু বিরক্তি বোধ করেন এবং স্পষ্টই ক্যাটরিনা ফ্যানদের জানান, ‘প্লিজ বন্ধ করুন ৷ ছবি তুলবেন না’ ৷ ক্যাটরিনার মুখে একথা শুনে, হঠাৎই ক্ষেপে যান সবাই ৷ ব্যস, রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনাকে অশ্লীল ভাষায় আক্রমণও করতে ছাড়েননি কেউ কেউ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই বিষয়ে আর সময় নষ্ট করেননি ক্যাট ৷ দ্রুত ঢুকে গিয়েছেন হোটেল রুমে !

বাংলা খবর/ খবর/বিনোদন/
কানাডার রাস্তায় ক্যাটরিনা কাইফকে হেনস্থা !