নয়ডায় অবস্থিত সেই অট্টালিকা। গৌড় মালবেরি ম্যানশনের একটি অংশ এই বাড়িটি। সেখানে একটি বিয়েবাড়ি চলছিল, তাঁদেরই আত্মীয়দের মধ্যে ঘটনাটি ঘটে। নিজের ছেলের শ্বশুরের হাতে খুন হলেন ৫৫ বছরের এক প্রৌঢ়। গত সোমবার ফার্মহাউসে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সুখবর দিলেন সারা তেন্ডুলকার! সচিন-কন্যার জীবনে নতুন পূর্ণতা, খুশির হাওয়া ক্রিকেটারের পরিবারে
advertisement
সেন্ট্রাল নয়ডার পুলিশের ডেপুটি কমিশনার সুনীতি জানান, মৃত ব্যক্তির নাম অশোক যাদব। নয়ডার সেক্টর ৫১-এর বাসিন্দা ছিলেন তিনি। সেখানকার বাসিন্দাদের কল্যাণ সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন।
তাঁর কথায় জানা যায়, বিয়েটি গ্রেটার নয়ডা পশ্চিমের গৌড় মালবেরি ফার্মহাউসে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেখানেই গাজিয়াবাদের বাসিন্দা শেখর সোমবার রাত ৯:৩০টার দিকে অশোককে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ। অশোকের ছেলে এবং শেখরের মেয়ের বিবাহবিচ্ছেদ হবে। সেই কারণে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল।
তদন্তে জানা গিয়েছে, শেখর এবং অশোকের মধ্যে ঝগড়া চলছিল। শেখর অশোককে দু’বার গুলি করেন। গুলি চালানোর পর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং হাতাহাতির মধ্যে শেখর পালিয়ে যান। শেখর লাইসেন্সড রিভলভার ব্যবহার করেছিলেন।