অভিনেত্রী শাহিদ কাপুরের (Shahid Kapoor) সঙ্গে নতুন একটি ওয়েব সিরিজে জুটি বাঁধতে চলেছেন। বলিউড অভিনেতা শাহিদের কাপুর এই প্রথম OTT প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন। দ্য ফ্যামিলি ম্যান ২-এর নির্মাতা রাজ নিদিমোরু (Raj Nidimoru) এবং কৃষ্ণ ডিকে (Krishna D.K) শাহিদের সঙ্গে এই ছবিতে প্রথম কাজ করছেন।
অভিনেত্রী সামান্থা জানিয়েছেন শাহিদের সঙ্গে অভিনয়ের করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত। তিনি অপেক্ষায় রয়েছেন বলিউডের চকোলেট বয়ের সঙ্গে দেখা করার জন্য। এক সাক্ষাৎকারে শহিদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমার দেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা শাহিদ, তাঁর অভিনীত উড়তা পঞ্জাব (Udta Punjab) ও কামিনে (Kaminey) ছবি দেখে আমি ওঁর ফ্যান হয়ে গিয়েছি, আমি নিশ্চিত আমার এবং শাহিদের জুটি নতুন চমক আনতে পারবে দর্শক মহলে, মাঝে মাঝে আমি উত্তেজনা সামলাতেও পারছি না”।
advertisement
অন্য দিকে শাহিদ দ্য ফ্যামিলি ম্যান ২ দেখে ট্যুইট করে লিখেছেন- "I’m full FOMO LOMO lelo etc etc."। এদিকে সমালোচকরা অন্য গন্ধ পাচ্ছেন। দক্ষিণী অভিনেত্রীর শাহিদ-প্রীতি নিয়ে চর্চা শুরু হয়েছে। শুধুই কি তিনি তাঁর অনুরাগী না অন্য কিছু? জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সামান্থার বেশ কয়েকটি আসন্ন ছবিতে কাজ করছেন। তার মধ্যে রয়েছে কাঠুবাকুল রেন্দু কাধাল (Kaathuvaakula Rendu Kaadhal), শকুন্তলম (Shakuntalam)। সামান্থার অনুরাগীরা ভবিষ্যতে আরও শক্তিশালী চরিত্রে তাঁকে দেখার আশা প্রকাশ করেছেন।