এ বিষয়ে আগেই সৌরভ জানিয়ে ছিলেন , "'হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মতি জানিয়েছি। হিন্দিতে হবে তবে এখনই ডিরেক্টরের নাম বলা সম্ভব না। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।" সূত্রের খবর বলিউডের নামী প্রোডাকশন হাউস তৈরি করছে এই ছবি। এ বিষয়ে ২০২১-এর সেপ্টেম্বরে সৌরভ একটি ট্যুইটও করেন।
সে সময় জানা গিয়েছিল ছবির জন্য চলছে স্ক্রিপ্ট লেখা। রণবীর কাপুরকেই ভাবা হচ্ছে এই চরিত্রের জন্য। সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীর কাপুরকে ভালো লেগেছিল দাদার। তবে এই দিন বায়োপিক নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে, তিনি জানান, "কথা তো অনেক দিন ধরেই হচ্ছে। মিটিংও হয়েছে। তবে স্ক্রিপ্ট লেখা এখনও হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি হবে।" তিনি আরও বলেন, "নানা ব্যস্ততার মধ্যে আমি সময় দিতে পারছি না। তাই আটকে আছে। তবে জানাব কিছুদিনের মধ্যেই।" কিন্তু কাকে দেখা যাবে এই চরিত্রে? সে বিষয়ে রহস্য ধরে রাখেন মহারাজ।
আরও দেখুন: ইডেন নিয়ে কী ভাবছেন মহারাজ? সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ সাক্ষাৎকার
অন্যদিকে সামনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন। এই দিন কলকাতায় তাঁর নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে দিন কাটে মহারাজের। তবে এবার অন্য কিছু হতে চলেছে। জন্মদিনে দাদা কি করছেন জানতে চাইলে, তিনি বলেন, " এ বছর কলকাতায় থাকছি না। ইংল্যান্ডে থাকব ওই সময়টা। ইন্ডিয়া টেস্ট খেলবে ওখানে। আমি তো থাকবই।" অকপট জানান সৌরভ। নিজের জীবন থেকে কাজ থেকে সিনেমা সব কিছু নিয়েই খোলামেলা উত্তর দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধীর-স্থির সৌরভের প্রতি যেন মানুষের আস্থা দিন দিন বেড়ে চলেছে। আসলে তিনি মানুষটাই এমন। ঠিক যেন রাজার মতো।