TRENDING:

'শব্দ কারও বাবার নয়, তবে...' ! 'X=Prem' ও সৃজিতের ফোন নিয়ে স্পষ্ট জবাব শিলাজিতের

Last Updated:

"সব থেকে বড় কথা আমি তো আমার অ্যালবাম নিয়ে পোস্ট দিয়েছি। কিন্তু তা এত গায়ে কেন লাগছে রে বাবা ! এখন আমার গান 'ঝিন্টি' এই নামে কত বাবাই নিজের মেয়ের নাম রেখেছে। আমি গিয়ে বলবো না, না, ওটা আমি ভেবেছি। মেয়ের এই নাম রাখা যাবে না। "

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: X=Prem, এটা কোনও শব্দবন্ধনী না। এটা একটা নস্টালজিয়া। ২০০০ সালে সদ্য কলেজে পা রাখা ছেলে মেয়েরা প্রেমিকাকে ঝিন্টি নামেই ডেকেছে। আর X= Prem ধরে নিয়ে কত প্রেম যে এগিয়েছে তার ইয়ত্তা নেই। এই গান বা নাম মনে পড়লেই যার মুখ ভেসে ওঠে সে শিলাজিৎ। কিন্তু ২১ বছর পর হঠাৎ এই X= Prem আবার চর্চায়। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির নাম 'X= Prem'। সে ঠিক আছে। হতেই পারে। কিন্তু এ ব্যাপারে কিছুই জানতেন না শিলাজিৎ। সৌজন্য ফোনও আসেনি। তবে সৃজিত বলছেন, তিনি ফোন করেছিলেন। এখন প্রশ্ন হল কখন? কবে? গত শনিবার শিলাজিৎ 'X= Prem' নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। কারও নাম না করেই করেন তারপরেই কি এই ফোন? পোস্ট দেখে নড়চড়ে বসতে হল কেন? এসব প্রশ্ন দানা বাঁধছে। সত্যিই কি ফোনটা এসেছিল? জানতে ফের সেই গানওয়ালার ফোনে ঠক ঠক।
advertisement

সৃজিত বলছেন আপনাকে ফোন করেছিলেন? ধরেননি?

বলছে যখন করেছে নিশ্চয়। তবে আমার ফোনে তিনটে সৃজিতের নম্বর সেভ করা আছে। আমি একটা ভিডিও গেমের মিউজিক করছি। খুব ব্যস্ত। তার মধ্যে একটা ফোন এসেছে বটে। সে সময় ধরা হয়নি। কেন এটা নিয়ে আবার কি হল?

না, উনি বলছেন সৌজন্য ফোন করেছিলেন?

তাই ! আচ্ছা বেশ। কিন্তু একটা প্রশ্ন আছে? গতকাল আমি একটা পোস্ট করলাম ফেসবুকে। তারপরেই ফোনটা কেন করার দরকার হল? তাছাড়া আমি তো কারও নাম নিয়ে কিছু লিখিনি। আমার 'X= Prem' সে সময় মানুষকে বোঝাতে যে সমস্যা হয়েছিল সেটাই লিখেছি। আজকালকার মানুষ এই ভাবনা বুঝছে। ব্যস এটাই। এই ছবিটা তো রাতারাতি ঠিক হয়নি নিশ্চয় ! অনেক দিন ধরে ভাবা হচ্ছে। আমি পোস্ট করার পর সৌজন্য ফোনের কি কোনও দরকার আছে? এটা তো আমার তাহলে আগেই জানার কথা ছিল।

advertisement

'শব্দ'- বা একটা জনপ্রিয় নাম 'X= Prem'। তাতে কি কোনও অধিকার নেই?

আরে শব্দ কারও বাবার নাকি ! এখন 'তোমাকে চাই' নামের সিনেমা হতেই পারে। কেউ কাউকে কিছু বলবে নাকি ! ওসব দিন আর নেই ! শব্দ যখন বাবার নয়, নিয়ে নিলেই হল। তবে কিছু শব্দ ব্যতিক্রম হয়। যেমন 'X= Prem'। এই শব্দ তো নতুন করে লোককে চেনাতে হবে না। সবাই চেনে। ভালোই হল আমার এই নাম আরও মানুষ জানবে। তবে শুধু 'X= Prem' কেন? আমার 'সর্বনাশ', 'ফিসফিস' সব নিয়ে নিক না। সবই তো আমার করা। লোকে আরও বেশি করে জানবে। ভালো বেশ বড় ব্যাপার। ওসব সৌজন্য ঠৌজন্য করার দরকার নেই ! কি বলবো আর।

advertisement

'X= Prem' চুরি নয়, ইমপা থেকে এই নাম সৃজিত পেয়েছেন বলছেন? সেখানে কোনও অসুবিধা হয়নি। 

আমি তো বলিনি চুরির কথা। 'চুরি নয়, 'ইমপা' এসব কথা আসছেই বা কেন? আমি তো কোথাও এই বিষয়ে কিছু বলিনি। নিজে থেকেই বলার কি মানে ! সব থেকে বড় কথা আমি তো আমার অ্যালবাম নিয়ে পোস্ট দিয়েছি। কিন্তু তা এত গায়ে কেন লাগছে রে বাবা ! এখন আমার গান 'ঝিন্টি' এই নামে কত বাবাই নিজের মেয়ের নাম রেখেছে। আমি গিয়ে বলবো না, না, ওটা আমি ভেবেছি। মেয়ের এই নাম রাখা যাবে না। আমার ভক্তরা আমার এমন নাম অনেক নিয়েছে। তাঁদের জীবনে ছড়িয়ে রয়েছে। তবে সিনেমা হয়নি।(বলেই একটু হাসলেন) । এবার আরও বড় কিছু হচ্ছে, হোক না।

advertisement

ধরুন আপনি এই ছবিটা বানাচ্ছেন। আর অ্যালবামটা সৃজিতের আপনি কি ফোনটা করতেন?

(হা হা করে হাসলেন।) ওই সৌজন্য বোধটা আমার আছে। আমি জানি কি করতে হয়। যা হয়েছে তাঁর উল্টোটা হলে শিলাজিতের ফোনটা 'ফেসবুক পোস্টে'র পড়ে না, আগেই যেত। এখন আমি সৃজিতের ছবি 'হেমলক সোশ্যাইটিতে 'জল ফড়িং' গানটা গেয়েছিলাম। অনুপমের লেখা। তা আমি যদি 'জলফড়িং' নামটা নিয়ে কিছু করি, আমি তো অবশ্যই অনুপমকে জানাব। তাই না ? এটাকেই বোধহয় বলে সৌজন্য বোধ।

advertisement

আপনার সঙ্গে তো সৃজিতের ভালো সম্পর্ক?

নিশ্চয়। ওকে ২০০৭ সাল থেকে চিনি। তবে ২০০৭ আর ২১ -এর মধ্যে তফাৎ আছে। এখন তো সব বড় বড় ব্যাপার ! শিলাজিৎটা আবার কে? ও কেউ না। সৃজিত খুব ভালো ছেলে। ফাটিয়ে কাজটা করুক। সিনেমাটা জমিয়ে হোক। এটাই বলবো। আমার তো সত্যিই ওর থেকে কিছু চাওয়ার নেই। আর থাকবেই বা কেন? তবে হ্যাঁ একটা জিনিস শিখলাম, তা হল এবার থেকে কিছু ভাবলে তা নিজের করে রাখবো। জিনিসটা বা নামটা যদি আমার পেটেন্ট হত, তাহলে এখন দেখছি অনেক লাভ। ভালো বেশ ব্যাপারটা।

আপনি ফোন করে গালাগাল করতেই পারতেন, এমনটাও বলছেন পরিচালক?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন? আমি গালাগাল কেন করবো? আর ফোনটা তো আমার করার কথা নয়। ফোনটা অনেক আগেই আসার কথা, তাই না! ভাইয়ের মতো করে গালাগালি করার বিষয় তো এটা নয়। তাছাড়া আমি কে? কেউ না! তাই আমাকে জানাবারই কি প্রয়োজন। আর ধরে কি বলতাম। 'বাহ বাহ' এই তো? থাক না কিছু ফোন না ধরাই। আনন্দ হচ্ছে একটাই শিলাজিৎ যা ২১ বছর আগে ভাবে, মানুষ এখন সেটাই খাচ্ছে। খা খা ! (বলেই ফের হাসি।)

বাংলা খবর/ খবর/বিনোদন/
'শব্দ কারও বাবার নয়, তবে...' ! 'X=Prem' ও সৃজিতের ফোন নিয়ে স্পষ্ট জবাব শিলাজিতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল