কলকাতায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
এখন বড্ড গরম ৷ (হাসি...) গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শ্যুটিং করতে হচ্ছে ৷ তবে সহঅভিনেতারা ভীষণ পেশাদার ৷ তাঁদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনওরকম অসুবিধে তো হচ্ছেই না ৷ বরং প্রাপ্তি ঘটছে অনেক ৷
advertisement
এগারো বছর হয়ে গেল অভিনয় জীবনের ৷ একের পর এক বাংলাদেশের বিভিন্ন ছবিতে অভিনয় করে চলেছেন ৷ তবে কলকাতার ছবিতে অভিনয় করতে বড্ড দেরি হয়ে গেল বলে মনে হয় না ?
অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল ৷ কিন্তু করা হয়ে ওঠেনি ৷ কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম ৷ এখনও পর্যন্ত ৯৬টা ছবিতে অভিনয় করেছি ৷ আর অপু-শাকিব জুটি তো বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে ৷
শাকিব তো আপনার জীবনের অতীত...
আমরা দু’জনেই প্রচন্ড প্রফেশনাল ৷ ব্যক্তি জীবন আর কর্মজীবন আমরা দু’জনেই আলাদা রাখতে পছন্দ করি ৷ দুটো গুলিয়ে ফেলাটা বোকামো ৷
এই ইদেই তো শাকিব-অপু জুটির ‘পাঙ্কু জামাই’মুক্তি পেতে চলেছে...
হ্যাঁ ৷ এই ছবি তৈরির মাঝখানেই আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল ৷ তবে, ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন, ছবি কমপ্লিট হওয়া নিয়ে কোনও সমস্যা হয়নি ৷ কারণ আমরা দু’জনেই পেশাদার অভিনেতা ৷
তবে কি এই জুটিকে আবার রুপোলি পর্দায় দেখতে পাবে দর্শক ?
সেটা এই মুহূর্তে বলা যাবে না ৷
এই মুহূর্তে আপনি-শাকিব দু’জনেই কলকাতায় ৷ দেখা হয়েছে?
না হয়নি ৷ দু’জনেই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৷
আপনার ১৮ মাসের ছেলে আব্রামকে সঙ্গে এনেছেন ?
না কলকাতায় বেশ গরম ৷ ও সহ্য করতে পারবে না ৷ তাই ওকে মায়ের কাছেই রেখে এসেছি ৷ ওখানে ওকে দেখাশোনা করার জন্য অনেকে রয়েছেন ৷
কিছুদিন আগে জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে গিয়েছে ৷ মিস করেন সেই মানুষটা?
জীবন যখন আছে ৷ তখন জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই ৷ ভাল-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন ৷ জীবন তো আর থেমে থাকে না ৷ চলতেই থাকে ৷ মিস করি কিনা জানি না ৷ তবে একটা কথা বলতে পারি ৷ আমার কাছে সন্তান আছে ৷ আর সে কিন্তু একা ৷ এবার তুমিই বুঝে নাও ৷
আপনারা এতদিন আপনাদের সম্পর্কটা গোপন রেখেছিলেন কেন?
আসলে কাজের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কোনওভাবে প্রভাব ফেলুক তা চাইনি আমরা দু’জনেই ৷ সেই কারণেই সন্তানের ব্যাপরাটাও ছিল গোপন৷