শোনা গিয়েছে, ইতিমধ্যেই এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে মিয়াকে। শুধু মিয়াই নন, রাজ কুন্দ্রাকেও এই অনুষ্ঠানে চাইছেন নির্মাতারা। এখনও পর্যন্ত যদিও এই গুঞ্জনে শিলমোহর বসানো হয়নি। তবে এই দুই তারকার উপস্থিতি যে শোয়ের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা
advertisement
আরও পড়ুন-হাত ধরাধরি করে প্রকাশ্যেই প্রেমে মজেছেন অমিতাভের নাতনি, কার সঙ্গে গেলেন মুভি ডেটে, ফাঁস ছবি
এই প্রথম নয়। অতীতেও প্রাক্তন পর্ন তারকা সানি লিওনকে দেখা গিয়েছিল ‘বিগ বস’-এ। এই অনুষ্ঠানের হাত ধরেই বলিউডে পা রাখেন সানি। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। পরবর্তীতে একের পর এক ছবিতে কাজ করেন তিনি। পর্ন তারকা ড্যানি ডি-এরও এই অনুষ্ঠানে অংশগ্রহণের গুঞ্জন শোনা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
তবে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজনে কি দেখা যাবে মিয়াকে? নাকি সবটাই নিছক জল্পনা? এখন সেটাই দেখার।