এলভিশ নিজের সাম্প্রতিক ভ্লগে জানিয়েছেন যে, তাঁদের কোল্যাবোরেশনের কভার পিকচার বদলানোর জন্য বারংবার অনুরোধ জানাচ্ছিলেন মণীষা। অথচ এদিকে এলভিশ নিজে আইনি বিষয়ে ফেঁসে রয়েছেন। এরপর এলভিশ ব্যাখ্যা করে জানান যে, তিনি ওই কভার পিকচার পরিবর্তন করতে পারবেন না, কারণ তাতে ভিডিও-র সাফল্য এবং নান্দনিকতার উপর প্রভাব পড়তে পারে।
advertisement
এর পাশাপাশি এলভিশ এ-ও জানান, মণীষাকে তিনি পরামর্শ দিয়েছিলেন যে, তাঁদের পরবর্তী যৌথ প্রজেক্টের জন্য নিজের ছবিটি ব্যবহার করতে পারেন তিনি। মণীষার ‘আত্মসম্মান’ সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে এলভিশ বলেন, “বাচ্চাদের মতো কাণ্ডকারখানা বন্ধ করো। কেউ কোনও জটিল বিষয়ে ফেঁসে রয়েছেন, অথচ উনি নিজের সোশ্যাল মিডিয়ার কভার ছবি নিয়ে পড়ে রয়েছেন। আমার দিক থেকে বন্ধুত্ব সব সময় থাকবে। আর ‘এলভিশা’-র কথা কী-ই বা বলি! ওটা তো আমার দিক থেকে কখনও ছিলই না।”
প্রসঙ্গত, ‘বিগ বস ওটিটি ২’-এর ঘরে আলাপ হয়েছিল মণীষা রানি এবং এলভিশ যাদবের। ওই শোয়ে তাঁদের দু’জনের বন্ধুত্ব সকলেই উপভোগ করেছেন। বিগ বসের পরে মণীষা যোগ দিয়েছিলেন ‘ঝলক দিখলা জা ১১’-য়। সেখানে বিজয়ীও হন তিনি। সেই জয়ের পরে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন অভিষেক মালহান ওরফে ফুকরা ইনসান। অথচ এলভিশের দিক থেকে কোনও রকম সাড়া মেলেনি। অন্যদিকে, এলভিশ যাদব এই সময়ে চরম বিপাকে পড়েছিলেন। নিজের মিউজিক ভিডিও-য় নিষিদ্ধ সাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে এলভিশের বিরুদ্ধে।