স্বপ্ন আর সাফল্য মাঝে মাঝেই দুই মেরুর বাসিন্দা হয়ে যায়, এমনই এক সত্য ঘটনা অবলম্বনে পঞ্চাশ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ছবি “একটি অযাচিত মৃত্যু”। সময় (গল্পের নায়ক) সৃষ্টি সুখের উল্লাসে স্বপ্ন দেখত কবিতা, গল্প লিখে একদিন নাম করবে, হাজারো মানুষ তাঁকে চিনবে, সেই লেখার স্বপ্ন সফল করতে সৃষ্টি ওকে ভালবাসে, উৎসাহ দেয়, তারপর বিয়ে।
advertisement
কিছু দিনের মধ্যেই সময় বুঝতে পারে এটা সৃষ্টি-র আবেগ। সৃষ্টির স্বপ্ন এসি গাড়ি বাড়ি, টাকার পাহাড়। তার পর দুজন দুই মেরুর বাসিন্দা। ফল- সংসারে ফাটল। ছবির শেষে করুণ পরিণতি। একটি অযাচিত মৃত্যু দুজনের স্বপ্নের ভিত নাড়িয়ে দেয়। টান টান সত্যের জলছবি ভেসে উঠবে ছবিটির পরতে পরতে।
আরও পড়ুন- বাড়ির রান্নার লোকের বেতন শুনেই ‘হার্ট অ্যাটাক’ হওয়ার জোগাড় সলমন খানের ভগ্নিপতি আয়ুশের!
সুখেন মণ্ডল-এর কাহিনী দিগন্ত চক্রবর্তীর পরিচালনায় ঝিলম রাজ-এর চিত্রনাট্যে এই ছবির ক্যামেরা এবং সম্পাদনায় দিব্যেন্দু পোড়েল, সহকারী পরিচালনা-মৈনাক চক্রবর্তী, রনি কর্মকার, সহকারী প্রযোজনা- সুখেন মণ্ডল, মনোতোষ চ্যাটার্জি,সুরকার ও কণ্ঠশিল্পী- বিভীষণ চালক।
অভিনয়ে- অতনু সরকার, রেশমি বেজ, সুস্মিতা পাল, মনোতোষ চ্যাটার্জি, সৃঞ্জনি সরকার, আশীষ ঘোষ, সুদিন গোলদার এবং সুখেন মণ্ডল ও অন্যান্যরা।
ছবিটি তৈরি হয়েছে “OM SAi ENTERTAINMENT” ব্যনারে। প্রযোজনা-অমিত বিশ্বাস। পরিচালনায় – দিগন্ত চক্রবর্তী। ছবিটি রিলিজ হবে “MAP MOVIES” ওটিটি প্লাটফর্মে