বাড়ির রান্নার লোকের বেতন শুনেই ‘হার্ট অ্যাটাক’ হওয়ার জোগাড় ! সলমন খানের ভগ্নিপতি আয়ুশ এরপর কী করেছিলেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Aayush Sharma Had A 'Heart Attack' After Learning His Cook's Salary: ফারহা খান মুম্বইতে অর্পিতাদের বাড়িতে গিয়ে শুনলেন যে তাঁদের বাড়িতে নাকি কোনও রাঁধুনিই নেই! রান্নার লোককে চাকরি থেকে নাকি তাড়িয়ে দিয়েছেন আয়ুশ ও অর্পিতা।
মুম্বই: ফারহা খানের ফুড ভ্লগ গুলি এমনিতেই খুব জনপ্রিয় ৷ বিশেষ করে তাঁর রাঁধুনি দিলীপকে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবাররা ৷ সম্প্রতি তাঁরা গিয়েছিলেন সলমন খানের বোন অর্পিতার বাড়িতে ৷ সেখানে সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মা যা বলেন, তাতে অবাক প্রত্যেকেই ৷
ফারহা খান মুম্বইতে অর্পিতাদের বাড়িতে গিয়ে শুনলেন যে তাঁদের বাড়িতে নাকি কোনও রাঁধুনিই নেই! রান্নার লোককে চাকরি থেকে নাকি তাড়িয়ে দিয়েছেন আয়ুশ ও অর্পিতা।
advertisement
advertisement
অর্পিতা খান এবং আয়ুশ শর্মার মুম্বইয়ের বাড়ি বিলাসবহুল বললেও কম বলা হয় ৷ একেবারেই দুবাইয়ের ভিলা স্টাইলে তৈরি এই বাড়ি ৷ ভ্লগ চলাকালীন, আয়ুশ জানান যে তিনি তাঁর বাড়ির রাঁধুনির বেতন শুনে অবাক হয়েছিলেন এবং এর থেকে অনলাইনে খাবার অর্ডার করা সস্তা বলে মনে করেন। তাই, তিনি রাঁধুনিকে বরখাস্ত করেন। এখন অর্পিতা এবং আয়ুশের জন্য সলমনদের মা, অর্থাৎ সলমা খানের বাড়ি থেকেই খাবার আসে প্রত্যেকদিন ৷
advertisement
আয়ুশ জানান, ‘‘আমি আমার রাঁধুনিকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কত টাকা পায়, এবং সংখ্যা শুনে আমি হার্ট অ্যাটাক পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এর থেকে বাড়ির নীচের দোকান থেকে খাবার অর্ডার করা তার মাসিক বেতন দেওয়ার চেয়ে সস্তা ৷’’ তিনি আরও বলেন, তাদের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। শুনে ফারহা খান বলেন, ‘‘তুমি সত্যিই খুব ধনী।’’ অর্পিতা তারপর উল্লেখ করেন যে তারা সলমন খানের বাড়ি থেকেই রোজ খাবার পান, যা সালমা খান তৈরি করেন। অর্পিতা জানান যে সালমা খান আরবাজ এবং সোহেল খানকেও খাবার পাঠান।
advertisement
ভ্লগটি শেষ হওয়ার পরেও হাসি থামেনি। আয়ুশ যখন স্বীকার করেন যে তাঁরা সম্প্রতি ফিনল্যান্ডে উড়ে গিয়েছিলে একজন ব্যক্তিগত রাঁধুনি নিয়ে—কারণ তিনি খুব বেশি সময় ভারতীয় খাবার না খেয়ে বাঁচতে পারেন না ৷’’
Location :
Mumbai,Maharashtra
First Published :
April 26, 2025 11:14 AM IST