TRENDING:

Ekta Kapoor: নষ্ট হচ্ছে যুব সমাজ! 'ট্রিপল এক্স আনসেন্সার্ড’ মামলায় একতাকে চরম অপমান সুপ্রিম কোর্টের

Last Updated:

Ekta Kapoor: যুব সমাজের মানসিক স্থিতি নষ্ট করছেন একতা কাপুর! 'ট্রিপলএক্স আনসেন্সার্ড'’-এর মতো সিরিজ বানানো জঘন্য অপরাধ! জানুন গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী জানালো সুপ্রিম কোর্ট!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একতা কাপুর। হিন্দি সিরিয়ালের জগতে সব থেকে সফল পরিচালক, প্রযোজক তিনি। তাঁর তৈরি একের পর এক হিট সিরিয়াল রয়েছে। একতা নিজেই একটি ওটিটি প্ল্যাটফর্ম খুলেছেন। তবে এবার ওয়েব সিরিজ বানানোর জন্য আইনি জটে ফাঁসলেন একতা কাপুর। বছর দুয়েক আগে অল্ট বালাজি ব্যানারে তৈরি হয় ওয়েব সিরিজ '‘ট্রিপল এক্স আনসেন্সার্ড’! এই সিরিজ নিয়েই ঝামেলায় জড়ালেন একতা কাপুর। দেশের সর্বোচ্চ আদালতের কাছে চরম ভর্ৎসনার শিকার হলেন এই বলিউড প্রযোজক। ‘দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন’- একতাকে এভাবেই বিঁধল আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের সতর্কবার্তা, ভবিষ্যতে এহেন আবেদন নিয়ে আদালতের দরজায় কড়া নাড়লে চোকাতে হবে মূল্য।
advertisement

এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রীদের নিয়ে অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়। এর জেরে বিহারের বেগুসারাই আদালত থেকে একতা কাপুর ও তাঁর মা তথা প্রযোজক শোভা কাপুরের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

আরও পড়ুন: ৪ শতাব্দী প্রাচীন খালোর কালী মন্দির! জাগ্রত মায়ের কাছ থেকে কেউ হতাশ হয়ে ফেরেন না!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

একতার বিরুদ্ধে ২০২০ সালে প্রাক্তন সেনা আধিকারিক শম্ভু কুমারের তরফে আদালতে পিটিশন দাখিল করা হয়েছিল। সেই কারণেই সম্প্রতি জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট। সুপ্রিম কোর্টে একতার হয়ে লড়েন আইনজীবী মুকুল রোহাতগি। তিনি বলেন , এই দেশে প্রত্যেকের ‘ফ্রিডম অফ চয়েস’ রয়েছে। অর্থাৎ কে কী দেখবেন তার স্বাধীনতা রয়েছে। পাশাপাশি ওই বিতর্কিত ভিডিয়ো যে প্ল্যাটফর্মে দেখা গেছে তা সাবস্ক্রিবশন নির্ভর। ফ্রি-টু এয়ার নয়।" সেই সঙ্গে সরকার পক্ষের উকিল বলেন, "পনারা দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন। আপনারা তরুণ প্রজন্মকে নষ্ট করছেন’। এখানেই শেষ নয় বলা হয়, একতাকে বলে দেবেন শুধু মাত্র বেশি পয়সা দিয়ে আইনজীবী রাখার ক্ষমতা থাকলেই আদালত তাঁর হয়ে কথা বলবে না। এর পর থেকে আদালতে এলে মূল্য চোকাতে হবে তাঁকে।" এখন খতিয়ে দেখা হবে পাটনা হাই কোর্টে এই মামলার অবস্থা। তার পর সিদ্ধান্ত হবে। আপাতত কেস এভাবেই পড়ে থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ekta Kapoor: নষ্ট হচ্ছে যুব সমাজ! 'ট্রিপল এক্স আনসেন্সার্ড’ মামলায় একতাকে চরম অপমান সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল