এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রীদের নিয়ে অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়। এর জেরে বিহারের বেগুসারাই আদালত থেকে একতা কাপুর ও তাঁর মা তথা প্রযোজক শোভা কাপুরের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
আরও পড়ুন: ৪ শতাব্দী প্রাচীন খালোর কালী মন্দির! জাগ্রত মায়ের কাছ থেকে কেউ হতাশ হয়ে ফেরেন না!
advertisement
একতার বিরুদ্ধে ২০২০ সালে প্রাক্তন সেনা আধিকারিক শম্ভু কুমারের তরফে আদালতে পিটিশন দাখিল করা হয়েছিল। সেই কারণেই সম্প্রতি জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট। সুপ্রিম কোর্টে একতার হয়ে লড়েন আইনজীবী মুকুল রোহাতগি। তিনি বলেন , এই দেশে প্রত্যেকের ‘ফ্রিডম অফ চয়েস’ রয়েছে। অর্থাৎ কে কী দেখবেন তার স্বাধীনতা রয়েছে। পাশাপাশি ওই বিতর্কিত ভিডিয়ো যে প্ল্যাটফর্মে দেখা গেছে তা সাবস্ক্রিবশন নির্ভর। ফ্রি-টু এয়ার নয়।" সেই সঙ্গে সরকার পক্ষের উকিল বলেন, "পনারা দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন। আপনারা তরুণ প্রজন্মকে নষ্ট করছেন’। এখানেই শেষ নয় বলা হয়, একতাকে বলে দেবেন শুধু মাত্র বেশি পয়সা দিয়ে আইনজীবী রাখার ক্ষমতা থাকলেই আদালত তাঁর হয়ে কথা বলবে না। এর পর থেকে আদালতে এলে মূল্য চোকাতে হবে তাঁকে।" এখন খতিয়ে দেখা হবে পাটনা হাই কোর্টে এই মামলার অবস্থা। তার পর সিদ্ধান্ত হবে। আপাতত কেস এভাবেই পড়ে থাকবে।