TRENDING:

নায়ক বদল! বরফির সঙ্গে এবার ঋত্বিক, 'এই পথ'-এর নায়কের জন্যেই কি পথ ছাড়লেন টিপু

Last Updated:

শেষ হতে চলেছে 'এই পথ যদি না শেষ হয়'। কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও চলতি মাসেই এই মেগার শেষ সম্প্রচার হবে, এ কথা বোঝা গিয়েছে আগেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটি জুটি তো আগেই ভেঙেছে। 'আয় তবে সহচরী' শেষ হতেই টিপু-বরফির জুটিতে ইতি। এর পর 'এই পথ যদি না শেষ হয়' মেগার পর্ব চুকলে 'ঊর্মি-সাত্যকি'র জুটিও ভাঙবে। তবে টেলিপাড়ার নতুন খবর, বরফির সঙ্গে এবার নতুন ভাবে দেখা দিতে চলেছে সাত্যকি। নতুন ধারাবাহিক, নতুন পর্ব, নতুন অধ্যায়।
advertisement

শেষ হতে চলেছে 'এই পথ যদি না শেষ হয়'। কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও চলতি মাসেই এই মেগার শেষ সম্প্রচার হবে, এ কথা বোঝা গিয়েছে আগেই। যা শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় নতুন মেগার প্রোমো শ্যুট করে ফেলেছেন। প্রযোজনায় বাংলা টকিজ। সম্প্রচার হবে জি বাংলা-তেই।

আরও পড়ুন: পূজা কার প্রেমিকা, ঋত্বিক না বিশ্বাবসু? শিমুলতলা-সফরের ছবি দেখে ধোঁয়াশায় ভক্তরা!

advertisement

যদিও ঋত্বিক এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। নিউজ18 বাংলা তাঁর দিকে প্রশ্ন ছুড়ে দিলেও সেই পথ এড়িয়ে যান 'এই পথ'-এর নায়ক।

অন্য দিকে 'আয় তবে সহচরী'র ভক্তদের কাছে সুখবর আসতে আসতেও এল না। টেলিপাড়ার সূত্রের খবর, বরফি ওরফে অরুণিমা হালদারের সঙ্গে এই মেগায় কাজ করার কথা ছিল টিপু ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের। অর্থাৎ 'সহচরী'র জুটির ফেরার কথা ছিল পর্দায়। কিন্তু সম্ভবত ইন্দ্রনীল সরে গিয়েছেন মেগা থেকে। তার পরেই সেই পথে নামেন 'এই পথ'-এর নায়ক। বেছে নেওয়া হয় ঋত্বিককে।

advertisement

আরও পড়ুন: বাস্তব ও পর্দার মাঝে ঋত্বিক, 'এই পথ'-এর নায়ক, নায়িকা 'অউর ওহ', ভাইরাল ত্রয়ীর ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ঋত্বিক-ভক্তরা ইতিমধ্যেই হই হই শুরু করে দিয়েছেন। একটা মেগা শেষ হলেও খুব তাড়াতাড়ি নতুন মেগায় ফিরতে চলেছেন সাত্যকি। সঙ্গে ফিরছেন অরুণিমাও। আশা করা যায়, এই বছর শেষ হওয়ার আগেই শুরু হবে নয়া গল্প, নতুন রসায়ন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক বদল! বরফির সঙ্গে এবার ঋত্বিক, 'এই পথ'-এর নায়কের জন্যেই কি পথ ছাড়লেন টিপু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল