বাস্তব ও পর্দার মাঝে ঋত্বিক, 'এই পথ'-এর নায়ক, নায়িকা 'অউর ওহ', ভাইরাল ত্রয়ীর ছবি

Last Updated:

পূজা এবং অন্বেষা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। একটি সেলফি। যেখানে দেখা যাচ্ছে, ঋত্বিকের দু'পাশে দু'জন, পূজা এবং অন্বেষা। একজন বাস্তব জীবনে ঋত্বিকের 'বিশেষ বান্ধবী' বলে শোনা যাচ্ছে।

#কলকাতা: ঊর্মি-সাত্যকির জীবনে নতুন অতিথি। 'এই পথ'-এর নতুন সঙ্গী। ঋত্বিক মুখোপাধ্যায় এখনও যাঁর সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন যদিও। কিন্তু টেলিপাড়ার চারদিকে খবর, ঊর্মি ছাড়াও সাত্যকির জীবনে আরও এক সদস্য রয়েছেন, যিনি তাঁর খুবই কাছের মানুষ। পূজা কয়াল। কেবল ঋত্বিক নন, তিনি যে ইতিমধ্যে অন্বেষা হাজরারও মন জয় করে ফেলেছেন, সে কথা স্পষ্ট নতুন ছবিতে।
সম্প্রতি পূজা এবং অন্বেষা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। একটি সেলফি। যেখানে দেখা যাচ্ছে, ঋত্বিকের দু'পাশে দু'জন, পূজা এবং অন্বেষা। একজন বাস্তব জীবনে ঋত্বিকের 'বিশেষ বান্ধবী' বলে শোনা যাচ্ছে। অন্য জন পর্দায় ঋত্বিকের স্ত্রী। 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে ইতিমধ্যে ঊর্মি-সাত্যকির জুটি নিয়ে মাতামাতি রয়েছে।
View this post on Instagram

A post shared by Puja Kayal (@pujakayal97)

advertisement
advertisement
এবার বাস্তব জুটি নিয়ে ভক্তরা বেশ খুশি। এমনকি কেউ কেউ ছবির তলায় লিখেছেন, 'এই ছবিটা পোস্ট করা হবে, সেটা আশাতীত।' কেউ লিখলেন, 'উফ কী যে খুশি হয়েছি এই ফ্রেমটা দেখে। অনেকটা ভালবাসা এই ছবিটা পোস্ট করার জন্য।' কেউ লিখলেন, 'একটা ফ্রেম। আর কত কিছুর মুখের উপর জবাব। মনের মতো। এই ভাবেই থেকে যেও সবসময়ে।' সেই ছবির তলায় পূজা-অন্বেষা একে অপরের প্রতি ভালবাসাও জানিয়েছেন।
advertisement
পুজোর কয়েকটা দিন শ্যুটিং সেট থেকে ছুটি নিয়ে শিমুলতলা ঘুরতে গিয়েছেন এই মেগার তিন অভিনেতা-অভিনেত্রী ঋত্বিক মুখোপাধ্যায়, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস। সঙ্গে ছিলেন পূজা। ভক্তদের মনে ধোঁয়াশা তৈরি হয়েছিল, পূজা কার বিশেষ বান্ধবী? ঋত্বিক নাকি বিশ্বাবসু? তবে পূজার সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাবে, একটি প্রেমের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'মিস্টার মুখার্জি'। ভিডিওতে দেখা যাচ্ছে, তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার একে অপরকে আদর করছেন। তবে কে এই 'মিস্টার মুখার্জি'? ঋত্বিক নন তো?
advertisement
সেই সময়ে এই প্রসঙ্গে নিউজ18 বাংলাকে 'টুকাইবাবু' বলেন, ''প্রেম তো করি। গাছের সঙ্গে প্রেম করি, আকাশের সঙ্গে প্রেম করি, মানুষের সঙ্গে প্রেম করি।'' তবে এই হেঁয়ালির পরেই পূজার কথা জিজ্ঞাসা করতে তিনি জানালেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়, যা নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন তিনি।
advertisement
তবে এবার কি ধীরে ধীরে পর্দা সরছে? ঋত্বিকের ব্যক্তিগত জীবন থেকে সম্পর্কে অবগত হচ্ছেন ভক্তরা, আর তাতে কি প্রশ্রয় রয়েছে 'টুকাইবাবু'র?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাস্তব ও পর্দার মাঝে ঋত্বিক, 'এই পথ'-এর নায়ক, নায়িকা 'অউর ওহ', ভাইরাল ত্রয়ীর ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement